যেকোনো বড় লিংক ছোট করার উপায়

Table of Contents

how-to-shorten-any-large-link-in-bangla
Image by rawpixel.com on Freepik

লিংক ছোট করবেন কেন?

অনেক সময় আমাদের বিভিন্ন লিংক বা ইউআরএল (URL) বিভিন্ন মাধ্যম যেমন-ব্লগ, ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার প্রয়োজন পড়ে । কিন্তু লিংকগুলো যখন খুবই বড় কিংবা দীর্ঘ আকারের হয়ে থাকে তখন সেটি শেয়ার করতে অসুবিধা হয় । তাছাড়া সেটি দেখতে আন-প্রোফেশনাল মনে হয় ।  তাই এই ক্ষেত্রে বড় বা দীর্ঘ লিংক শর্ট করার দরকার হয় ।

বড় লিংক শর্টেন্ড (Shortened) করার সুবিধাসমূহ

কম জায়গার প্রয়োজন  : সংক্ষিপ্ত ইউআরএলগুলো কম জায়গা দখল করে ফলে এগুলি (টুইটার) বর্তমানে এক্স-এর মতো কম বা সীমিত ক্যারেক্টার বিশিষ্ট প্ল্যাটফর্মগুলির জন্য আদর্শ ।   

ভাঙ্গা লিংক রোধ : দীর্ঘ ইউআরএল ই-মেইল বা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করার সময় ভেঙ্গে যেতে পারে কিংবা কেটে যেতে পারে । শর্টেন্ড লিংক এই ধরনের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং লিংকটি যাতে অক্ষত এবং কার্যকারী থাকে তা নিশ্চিত করে । 

দৃষ্টি আকর্ষণ : বেশির ভাগ সময় দীর্ঘ ইউআরএলগুলি এলোমোলো অক্ষরের স্ট্রিং থাকে যা পড়া এবং বুঝা কঠিন হয়ে যায় । সংক্ষিপ্ত লিংক দেখতে পরিষ্কার ও আরও দৃষ্টি আকর্ষণীয় লাগে এবং মনে রাখাও সহজ ।

ট্র্যাকিং ও বিশ্লেষণ : অনলাইনে অনেক পরিষেবাগুলি ব্যবহারকারীদের লিংকের ট্র্যাকিং ও বিশ্লেষণের সুবিধা প্রদান করে । এতে ব্যবহারকারী ক্লিকের সংখ্যা, ভৌগলিক অবস্থান এবং উৎসগুলি ট্র্যাক করতে পারে । 

যেভাবে বড় লিংক ছোট করবেন

লিংক সংক্ষিপ্ত করার জন্য অনলাইনে বিভিন্ন পরিষেবা রয়েছে সেগুলো ব্যবহার করা যেতে পারে । লিংক শর্টেন্ড করার  কিছু জনপ্রিয় শর্টেনার টুলস নিম্নে দেওয়া হলো ।

১. TinyURL : https://tinyurl.com

২. Bitly : https://bitly.com/

৩. Cuttly : https://cutt.ly

উপরের প্রদানকৃত তিনটি টুলস ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে প্রিমিয়াম ভার্সনে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে । একটা কথা মনে রাখতে হবে বিশ্বাসযোগ্য সাইট ছাড়া অন্য যেকোনো ধরনের শর্টেনার টুলস ব্যবহার না করাই ভালো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ