একজন বাঙালী ও বাংলাদেশী হিসেবে আমরা বাংলাদেশ আমাদের জন্য গর্ববোধ করি । আজকের ব্লগপোষ্টে আমার বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জানবো যা আপনি জানেন না । চলুন শুরু করা যাক ।
Image by Peggy und Marco Lachmann-Anke from Pixabay
বাংলাদেশ (BANGLADESH) শব্দের অর্থ
BANGLADESH-এর শব্দ বিশ্লেষণ নিম্নে দেখুন
B – Blood (রক্ত);
A – Achieve (অর্জন);
N – Noteworthy (স্মরণীয়);
G – Golden (সোনালি);
L – Land (ভূমি);
A – Admirable (প্রশংসিত);
D – Democratic (গণতান্ত্রিক);
E – Evergreen (চিরসবুজ);
S – Sacred (পবিত্র);
H – Habitation (বাসভূমি) ।
অর্থাৎ রক্তে অর্জিত স্মরণীয় সোনালি ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি ।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ
ব-দ্বীপ হলো নদীর মোহনায় সৃষ্টি হওয়া বাংলা ‘ব’ আকৃতির দ্বীপ । নদী প্রবাহ সাগরে পতিত হওয়ার সময় নদীর মোহনায় পানি স্থিতিশীলতার জন্যে বিভিন্ন পদার্থ জমে জমে কালক্রমে ব-দ্বীপ সৃষ্টি হয় । যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, অসংখ্য নদী-নালা ছড়িয়ে আছে এ দেশে এবং বিশেষত পদ্মা-মেঘনা-যমুনা-ব্রক্ষাপুত্র নদী এদেশের মধ্যে দিয়ে গেছে তাই ধারণা করা হয়, কালে কালে এসব নদী মোহনায় পলি জমা হয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে । তাই বাংলাদেশকে পৃথিবীর ব-দ্বীপ বলা হয় ।
বাংলাদেশেও আগ্নেয়গিরি আছে!
বান্দরবান জেলায়, কেওকারাডং পর্বতের গা ঘেষে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ বগা লেক । সমুদ্র থেকে প্রায় ১ হাজার ২৪৬ ফুট উচুতে অবস্থিত লেকটি মূলত একটি মৃত আগ্নেয়গিরি জ্বালামুখ বলে ধারণা অধিকাংশ ভূতাত্ত্বিকের । যদিও বিশেষজ্ঞদের ধারণা বগা লেক মহাশূণ্য থেকে উল্কাপিন্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে ।
ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর
দুঃখজনকভাবে, এটি ইতিবাচক দিক নয়, যা আমাদের বাস্তবিকতা বুঝতে সাহায্য করে। বাংলাদেশ একটি অবিশ্বাস্যভাবে উচ্চ জনসংখ্যার দেশ যার প্রায় ১৮ কোটি (বিশ্বের 8তম বৃহত্তম) পেনসিলভানিয়ার আয়তনের একটি এলাকায় বসবাস করে। রাজধানী ঢাকা বিশ্বের ৫ম বৃহত্তম শহর কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুসারে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ যার প্রতি বর্গকিলোমিটারে ৪৪,৫০০ জন বসবাস করে ।
জাতিসংঘ শান্তিরক্ষায় অবদান
বাংলাদেশী হিসেবে এটি খুবই গর্বের বটে । বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর মধ্যে একটি দেশ । বাংলাদেশী শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।
0 মন্তব্যসমূহ