বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সাল পরিক্রমায়

তুষার শুভ্র পাঞ্জাবি তার ওপরে হাতা কাটা কোট , যেন কাটা রাইফেল । পর্বতসম দেহ নিয়ে জনতার ঢেউ বুকে ঠেলে উঠে দাঁড়ালেন গণসূর্যের মঞ্চে , যেভাবে পৃথিবীর কোথাও কেউ দাঁড়ায়নি আগে । স্বাধীনতার কথা আর বিদ্রোহের আগুন ছড়িয়ে দিতে মানুষে মানুষে । কবি দাঁড়ালেন জনতার সম্মুখে । অতঃপর সাত কোটি মানুষের বুকে অনুরণন তুলে কবি শোনালেন তাঁর মৃত্যুহীন কবিতাখানি- ' এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম / এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ' , সেই থেকে ' স্বাধীনতা ' শব্দটি আমাদের হয়ে গেল । বাঙালির সেই স্বাধীনতার কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জি সংক্ষেপে উল্লেখ করা হলো সাল পরিক্রমায় । 

short-biography-of-sheikh-mujibur-rahman-by-year
Public domain, via Wikimedia Commons

১৯২০ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার ( বর্তমানে জেলা ) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন । শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব । 

১৯২৭ : ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন ।


১৯৩৮ : ১৮ বছর বয়সে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছার বিয়ে সম্পন্ন হয় । 


১৯৪০ : শেখ মুজিব নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদান এবং এক বছরের জন্য বেঙ্গল মুসলিম ছাত্র ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত হন । 


১৯৪২ :  এস.এস.সি পাস করে কলকাতা ইসলামিয়া কলেজে মানবিক ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হন ।

ফেডারেশনের ১৯৪৩ : মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন । 


১৯৪৪ : নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা করেন ।


১৯৪৬ : বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ( জিএস ) নির্বাচিত হন । 


১৯৪৭ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বি.এ পাশ করেন । 


১৯৪৮ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং ৪ জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন । ১১ মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধু গ্রেফতার হন । ১৫ মার্চ মুক্তি লাভ করেন । ১১ সেপ্টেম্বর ফরিদপুরে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাকে গ্রেফতার করা হয় । 


১৯৪৯ : ২১ জানুয়ারি শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পান । ১৯ এপ্রিল উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করার কারণে গ্রেফতার হন । ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং জেলে থাকা অবস্থায় বঙ্গবন্ধু দলের যুগ্ম সম্পাদক দিকে তিনি মুক্তিলাভ করেন । সেপ্টেম্বরে নির্বাচিত হন । জুলাই মাসের শেষের ১৪৪ ধারা ভঙ্গের দায়ে গ্রেফতার হন ও পরে মুক্তি লাভ করেন । আওয়ামী নেতৃত্ব দেয়ায় ১৪ অক্টোবর তিনি গ্রেফতার মুসলিম লীগ আয়োজিত ভূখা মিছিলে হন । এবারে তাকে প্রায় দু'বছর পাঁচ মাস জেলে আটক রাখা হয় ।


১৯৫২ : ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন ‘ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ' । এর প্রতিবাদে বন্দি শেখ মুজিব জেলখানায় অনশন শুরু করেন । ২৬ ফেব্রুয়ারি ফরিদপুর জেল থেকে তিনি মুক্তিলাভ করেন । 


১৯৫৩ : ১ জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী , মুসলিম লীগের কাউন্সিলে তিনি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন । 


১৯৫৪ : ১০ মার্চ প্রথম সাধারণ ২৩৭ টি আসনের মধ্যে মধ্যে আওয়ামী লীগ পায় ১৪৩ টি আসন । বছরের নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে ২২৩ আসন । এর ১৫ মে বঙ্গবন্ধু প্রাদেশিক সরকারের কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব লাভ করেন । ৩০ মে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রীসভা বাতিল করে দেয় । ৩০ মে বঙ্গবন্ধু করাচি থেকে ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং গ্রেফতার হন । ২৩ ডিসেম্বর তিনি মুক্তি লাভ করেন ।


১৯৫৫ : ৫ জুন বঙ্গবন্ধু গণপরিষদের সদস্য নির্বাচিত হন । আওয়ামী লীগের উদ্যোগে ১৭ জুন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করে ২১ দফা ঘোষণা করা হয় । ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে করা হয় এবং বঙ্গবন্ধু পুনরায় দলের দলের নাম থেকে ' মুসলিম ' শব্দ প্রত্যাহার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।


১৯৫৬ : ৪ সেপ্টেম্বর নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ বঙ্গবন্ধুর মিছিল বের করা হয় । ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য , শ্রম , দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দ্বায়িত্ব লাভ করেন৷ 


১৯৫৭:  ৩০ মে শেখ মুজিব মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন ৷ 


১৯৫৮ : ৭ অক্টোবর আইয়ুব খান সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন । ১১ অক্টোবর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় ।


১৯৬১ :  ৭ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করে তিনি মুক্তি লাভ করেন ।


১৯৬২ : ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় । ২ জুন চার বছরের সামরিক শাসনের অবসান ঘটলে ১৮ জুন বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন ।


১৯৬৩ : হোসেন শহীদ সোহরাওয়ার্দী  অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে বঙ্গবন্ধু তার সঙ্গে অ পরামর্শের জন্য লন্ডন যান । ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী বৈরুতে ইন্তেকাল করেন । 


১৯৬৪ : ১১ মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন হয় । রাষ্ট্রপতি নির্বাচনের ১৪ দিন পূর্বে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় । 


১৯৬৫ : শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে মামলা দায়ের করে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় । পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন ৷


১৯৬৬ : ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন । ১ মার্চ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ৷


১৯৬৮ : ৩ জানুয়ারি পাকিস্তান থেকে সরকার বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে । ১৭ জানুয়ারি বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দিয়ে পুনরায় জেল গেট গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে আটক রাখা হয় । 


১৯৬৯ : ৫ জানুয়ারি ৬ দফাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্ৰীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় । ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ অন্যান্য আসামিকে মুক্তি দানে বাধ্য হয় । ২৩ ফেব্রুয়ারি 1 রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে ‘ বঙ্গবন্ধু ' উপাধিতে ভূষিত করা হয় । 


১৯৭০ : ৬ জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন । ৭ ডিসেম্বরে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে । 

short-biography-of-sheikh-mujibur-rahman-by-year
Public domain, via Wikimedia Commons




১৯৭১ : ৩ জানুয়ারি রেসকোর্সের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব জনপ্রতিনিধিদের শপথ করেন । নেতা গ্রহণ পরিচালনা পার্লামেন্টারি দলের বঙ্গবন্ধু নির্বাচিত হন । ২৮ জানুয়ারি জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ঢাকায় আসেন । ১ মার্চ ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের বৈঠক স্থগিতের ঘোষণা দেন । ৭ মার্চ রেসকোর্সের জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন ' এবারের সংগ্রাম সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ' । ১৬ মার্চ ঢাকায় ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গ মুজিব ইয়াহিয়া বৈঠক শুরু হয় । ২৪ মার্চ পর্যন্ত আলোচনা হয় । ২৫ মার্চ আলোচনা ওইদিন রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী ঝাপিয়ে মিনিটে পড়ে রাত ১২ টা ২০ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের করেন । পাকিস্তান সেনাবাহিনী ১ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ বাসভবন থেকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যায় । ১০ এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে বিপ্লবী গঠিত সরকার হয় । ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয় ৷


১৯৭২ : ৮ জানুয়ারি পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দেয় ১০ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছেন । ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । ১২ মার্চ বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে । ৪ নভেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের তারিখ ( ৭ মার্চ ১৯৭৩ ) ঘোষণা করেন । 


১৯৭৩ : জাতীয় সংসদের প্রথম নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩ আসন লাভ করে । 


১৯৭৪ : ২২ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান । ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন ৷


১৯৭৫ : ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন এবং রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন বঙ্গবন্ধু । ২৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে বাকশাল গঠন করেন । ১৫ আগস্ট ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারের হাতে সপরিবারে নিহত হন ।

রেফারেন্স: উইকিপিডিয়াbanglapedia

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ