ইংলিশ থেকে বাংলা সহ যেকোনো ভাষা অনুবাদ করবেন যেভাবে

অনেক সময় আমরা যখন অনলাইনে কোনো আর্টিকেল পড়ি কিংবা ভিন্ন ভাষী বন্ধুদের সাথে চ্যাট করি তখন ইংরেজি সহ বিভিন্ন ভাষা  থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে হয় । এ পরিস্থিতিতে প্রয়োজন দ্রুত ও নির্ভুল ট্রান্সলেটর । আজকের পোষ্টে আমরা জানবো এরকম ৩টি সেরা ট্রান্সলেটর অ্যাপ সম্পর্কে ।

how-to-translate-english-to-bangla-including-any-language
Photo by mohamed hassan form PxHere


১. গুগল ট্রান্সলেট

সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরগুলোর মধ্যে গুগল ট্রান্সলেট অন্যতম । গুগল ট্রান্সলেটর ইংরেজি ও বাংলা সহ আরও ১০০  টির বেশি ভাষা বুঝতে পারে এবং এক ভাষা থেকে অন্য ভাষাতে সহজেই অনুবাদ করতে পারে ।  গুগল ট্রান্সলেটে বিভিন্ন উপায়ে অনুবাদ করা যায় । যেমন-

টাইপিং :  কিবোর্ডে টাইপ করে কিংবা টেক্সট কপি করে অনুবাদ করা যায় ।

ভয়েজ অনুবাদ ও দ্বিভাষিক কথোপকথন : নিজের ভয়েজের মাধ্যমেও অনুবাদ করতে পারবেন । তাছাড়া আপনি চাইলে  দ্বিভাষিক কথোপকথন করতে পারেন ।  অর্থাৎ আপনি যদি স্প্যানিশ ভাষায় কিছু অনুবাদ করতে চান তাহলে তা বাংলায় কথা বললেই হবে । এর জন্য আপনাকে Conversation অপশনে যেতে হবে । 

ক্যামেরা : আপনি যদি কোন বই, ডকুমেন্টের হার্ডকপির ট্যাক্সট অনুবাদ করতে চান তাহলে সেটির এক স্ন্যাপ ছবি তোলো স্ক্যান করলেই লাইভ ট্যান্সলেট করতে পারবেন ।

ডকুমেন্টস- বিভিন্ন ডকুমেন্টস ফাইল যেমন- .docx, .pdf, .pptx,  ও .xlsx ইত্যাদি ফরমেটের ফাইল আপলোড করে অনুবাদ করতে পারবেন । এই ফিচারটি শুধুমাত্র ওয়েব ভার্সনের ব্যবহার করা যায় ।

google-translate-screenshot
Image : Google Translate Screenshot


ওয়েবসাইট অনুবাদ : যেকোনো ওয়েব অ্যাড্রেস অনুবাদ করার প্রয়োজন হলে শুধু ওয়েব অ্যাড্রেসের ইউআরএল’(URL)টি কপি করে পেষ্ট করে দিলেই সম্পূর্ণ অনুবাদ হয়ে যাবে । এই সুবিধাটিও বর্তমানে কেবল ওয়েব ভার্সনে রয়েছে ।

ওয়েব ঠিকানা : https://translate.google.com/


২. বিং ট্রান্সলেটর

বিং ট্রান্সলেটর মাইক্রোসফট এর অনুবাদ পরিষেবা । এটিতে  বাংলা ও ইংরেজি সহ ৭০টির বেশি ভাষায় আনুবাদ করা যায় । এতে ট্রেক্সট ট্রান্সলেশন, ক্যামেরা ট্রান্সলেশন, ভয়েস ট্রান্সলেশন, দ্বিভাষিক কথোপকথন ট্রান্সলেশন ইত্যাদি সহ গুগল ট্রান্সলেটরের অনুরূপ ফিচার গুলো রয়েছে ফ্রি । এতে সব ফরমেটের ডকুমেন্ট ট্রান্সলেশন করা যায়  তবে  এ ক্ষেত্রে টাকা দিয়ে প্রিমিয়াম সাবক্রিপশন নিতে হবে । 

microsoft-translator-screenshot
Image : Microsoft Translator screenshot

ওয়েব ঠিকানা : https://www.bing.com/translator


৩. ইয়োনডেক্স ট্রান্সলেট

আপনি যদি গুগল ট্রান্সলেটর ও বিং/মাইক্রোসফট ট্রান্সলেটর এর বিকল্প চান তাহলে ইয়োনডেক্স ট্রান্সলেট ব্যবহার করতে পারেন । এতে ৯০ টির বেশি ভাষায় ট্রান্সলেশন করা যায় । ইয়োনডেক্স ট্রান্সলেটের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি । এতে টেক্সট, কনভার্সেশন, ওয়েবসাইট এবং ছবি ট্রান্সলেট করা যায় । 

yandex-translate-screenshot
Image : Yandex Translate screenshot

ওয়েব ঠিকানা : https://translate.yandex.com/



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ