অনেক সময় আমরা যখন অনলাইনে কোনো আর্টিকেল পড়ি কিংবা ভিন্ন ভাষী বন্ধুদের সাথে চ্যাট করি তখন ইংরেজি সহ বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে হয় । এ পরিস্থিতিতে প্রয়োজন দ্রুত ও নির্ভুল ট্রান্সলেটর । আজকের পোষ্টে আমরা জানবো এরকম ৩টি সেরা ট্রান্সলেটর অ্যাপ সম্পর্কে ।
Photo by mohamed hassan form PxHere |
১. গুগল ট্রান্সলেট
সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরগুলোর মধ্যে গুগল ট্রান্সলেট অন্যতম । গুগল ট্রান্সলেটর ইংরেজি ও বাংলা সহ আরও ১০০ টির বেশি ভাষা বুঝতে পারে এবং এক ভাষা থেকে অন্য ভাষাতে সহজেই অনুবাদ করতে পারে । গুগল ট্রান্সলেটে বিভিন্ন উপায়ে অনুবাদ করা যায় । যেমন-
টাইপিং : কিবোর্ডে টাইপ করে কিংবা টেক্সট কপি করে অনুবাদ করা যায় ।
ভয়েজ অনুবাদ ও দ্বিভাষিক কথোপকথন : নিজের ভয়েজের মাধ্যমেও অনুবাদ করতে পারবেন । তাছাড়া আপনি চাইলে দ্বিভাষিক কথোপকথন করতে পারেন । অর্থাৎ আপনি যদি স্প্যানিশ ভাষায় কিছু অনুবাদ করতে চান তাহলে তা বাংলায় কথা বললেই হবে । এর জন্য আপনাকে Conversation অপশনে যেতে হবে ।
ক্যামেরা : আপনি যদি কোন বই, ডকুমেন্টের হার্ডকপির ট্যাক্সট অনুবাদ করতে চান তাহলে সেটির এক স্ন্যাপ ছবি তোলো স্ক্যান করলেই লাইভ ট্যান্সলেট করতে পারবেন ।
ডকুমেন্টস- বিভিন্ন ডকুমেন্টস ফাইল যেমন- .docx, .pdf, .pptx, ও .xlsx ইত্যাদি ফরমেটের ফাইল আপলোড করে অনুবাদ করতে পারবেন । এই ফিচারটি শুধুমাত্র ওয়েব ভার্সনের ব্যবহার করা যায় ।
Image : Google Translate Screenshot |
ওয়েবসাইট অনুবাদ : যেকোনো ওয়েব অ্যাড্রেস অনুবাদ করার প্রয়োজন হলে শুধু ওয়েব অ্যাড্রেসের ইউআরএল’(URL)টি কপি করে পেষ্ট করে দিলেই সম্পূর্ণ অনুবাদ হয়ে যাবে । এই সুবিধাটিও বর্তমানে কেবল ওয়েব ভার্সনে রয়েছে ।
ওয়েব ঠিকানা : https://translate.google.com/
২. বিং ট্রান্সলেটর
বিং ট্রান্সলেটর মাইক্রোসফট এর অনুবাদ পরিষেবা । এটিতে বাংলা ও ইংরেজি সহ ৭০টির বেশি ভাষায় আনুবাদ করা যায় । এতে ট্রেক্সট ট্রান্সলেশন, ক্যামেরা ট্রান্সলেশন, ভয়েস ট্রান্সলেশন, দ্বিভাষিক কথোপকথন ট্রান্সলেশন ইত্যাদি সহ গুগল ট্রান্সলেটরের অনুরূপ ফিচার গুলো রয়েছে ফ্রি । এতে সব ফরমেটের ডকুমেন্ট ট্রান্সলেশন করা যায় তবে এ ক্ষেত্রে টাকা দিয়ে প্রিমিয়াম সাবক্রিপশন নিতে হবে ।
Image : Microsoft Translator screenshot |
ওয়েব ঠিকানা : https://www.bing.com/translator
৩. ইয়োনডেক্স ট্রান্সলেট
আপনি যদি গুগল ট্রান্সলেটর ও বিং/মাইক্রোসফট ট্রান্সলেটর এর বিকল্প চান তাহলে ইয়োনডেক্স ট্রান্সলেট ব্যবহার করতে পারেন । এতে ৯০ টির বেশি ভাষায় ট্রান্সলেশন করা যায় । ইয়োনডেক্স ট্রান্সলেটের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি । এতে টেক্সট, কনভার্সেশন, ওয়েবসাইট এবং ছবি ট্রান্সলেট করা যায় ।
Image : Yandex Translate screenshot |
ওয়েব ঠিকানা : https://translate.yandex.com/
0 মন্তব্যসমূহ