Image by Gerd Altmann from Pixabay |
১. Phoenix - Facebook & Messenger
Phoneix হচ্ছে ফেসবুকের অন্যতম বিকল্প যেটিতে অফিসিয়েল ফেসুবুক অ্যাপের সবগুলো ফিচারসহ মেসেঞ্জার সুবিধা রয়েছে যেমন- চ্যাট হেড, ভয়েজ কল, ভিডিও কল ইত্যাদি । তছাড়াও নিজেস্ব কিছু ফিচার ও ফাংশন রয়েছে যেগুলো অফিসেয়েল ফেসবুক অ্যাপে নেই । টেস্টিংয়ের সময় কোনো কোনো ডিভাইসে রান করতে গিয়ে অ্যাপটি ক্রাশ হয়েছে কিন্তু ভালো হচ্ছে এটি একটি বিজ্ঞাপনবিহীন ফ্রি অ্যাপ ।
Screen shot : Phoenix - Facebook & Messenger |
ইন্সটল করুন : গুগল প্লেস্টোর
২. Faster for Facebook Lite
আপনি যদি ফেসবুক লাইট এর সেরা বিকল্প খুজঁছেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য । অ্যাপটি ফেসবুক মেসেঞ্জার সমর্থন সহ ভিডিও ও জিআইএফ ভিউ, ক্লাসিক ফেসবুক মুড, ডার্ক মুড ও অন্যান্য ফিচার রয়েছে ।
Screen shot : Faster For Facebook Lite |
ইন্সটল করুন : গুগল প্লেস্টোর
৩. Friendly Social Browser
এটি অল-ইন-ওয়ান সোসিয়েল অ্যাপ । প্রতিটি সোসিয়েল সাইট আলাদা ইন্সটল ও আলাদা ব্যবহারের ঝামেলা থেকে মুক্তির জন্য এটি সেরা সমাধান । এর ফেসবুক সহ প্রত্যেকটি সোসিয়েল সাইট ব্যবহার করতে পারবেন ।
Screen shot : Friendly Social Browser |
ইন্সটল করুন : গুগল প্লেস্টোর
৪. SlimSocial
SlimSocial হচ্ছে একটি পাওয়ারফুল ফেসবুক অ্যাপ যার সাইজ ২০০ কিলোবাইটের কম । এর উল্লেখযোগ্য কিছু ফিচার হচ্ছে- অ্যাড ব্লকার, ফেসবুক মেসেঞ্জার সাপোর্ট, কাস্টমাইজড থিমস, চ্যাট হেডস, মেটারিয়েল ডিজাইন ও ৩০+ ভাষা সমর্থন । অ্র্যাপটির সম্পূর্ণ পারসোনালাইজড সুবিধা পেতে ২.৯৯ ডলার ব্যয় করতে হবে তবে ফ্রি সংস্করণে বেসিক ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ।
Screen shot : SlimSocial |
ইন্সটল করুন : গুগল প্লেস্টোর
৫. Tinfoil for Facebook
Tinfoil হচ্ছে ফেসবুকের সিম্পল ও পুরাতন সংস্করণ । এটি একটি web-wrapper অ্যাপ যেটি অনেকটা ওয়েব সংস্করণের মত । অ্যাপটি ডিভাইসের কম স্টোরেজ ক্যাপাসিটি, পারমিশন ফ্রি ও অ্যাড ফ্রি ব্রাউজিং এর জন্য সেরা পছন্দ ।
Screen shot : Tinfoil for Facebook |
ইন্সটল করুন : ডাউনলোড
0 মন্তব্যসমূহ