অনেক সময় আমাদের দৈনিক গুরুত্বপূর্ণ কাজের জন্য যেমন- ডেইলি টাস্ক, চেক লিস্ট, বাজার লিস্ট ইত্যাদি চিরকুট লিখে রাখাতে হয় যার জন্য অনেকে হ্যান্ডবুক ব্যবহার করেন । তবে চাইলেই কম্পিউটারের মতো প্রয়োজনে স্মার্টফোনেও নোট (চিরকুট) লিখে রাখা যায় । এর জন্য কিছু অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আপনার স্মার্টফোনে স্মার্টলি নোট সেভ করতে পারবেন এবং ব্যবহার করতে পারেন ।
Image from pxhere |
১. গুগল কিপ (Google Keep):
Screenshot : Google Keep |
গুগল কিপ অ্যাপটি দেখতে সাধারণ স্টিকি-নোট অ্যাপের মত মনে হতে পারে, যা দেখে বোকা হবেন না । এটি আসলে খুব চমৎকার কিছু ফিচারসম্পন্ন নোট-অ্যাপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজে নোটস রাখতে পারবেন ।রয়েছে চেকলিস্ট তৈরি, লোকেশন বেইসড রিমাইন্ডার সেট, ভয়েজ রেকর্ডিং মেমো ও শেয়ার এর সুবিধা ।সমর্থন করে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, ব্লাকবেরি এবং ওয়েব প্লাটফর্মে ।চাইলে সিনক্রোনাইজ করা যাবে ফোন, ট্যাবলেট, কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড সহ আপনার সমস্ত ডিভাইস জুড়ে ।
ওয়েব সাইট : https://keep.google.com
২. মাইক্রোসফট ওয়ান নোট (Microsoft OneNote):
Screenshot : Microsoft OneNote |
ওয়েব সাইট : https://www.onenote.com/download
৩. এভারনোট (Evernote) :
Screenshot : Evernote |
নোটস ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকারী টুল হচ্ছে এভারনোট ।এতে ফাইল অ্যাটাচমেন্টেরও সুযোগ রয়েছে । তাই শুধু টেক্সট নয় সেলফোনে ছবি তুলে বা অডিও/ভিডিও রেকর্ড করে অথবা হেন্ডরাইটিং টুলের অনলাইনে এভারনোট অ্যাকাউন্টে সেন্ড করে সংরক্ষণ রাখা যায় । এক্ষেত্রে সেভ বাটন ছাড়াই নোটগুলো স্বয়ংকিয়ভাবে সংরক্ষিত হয় । এভারনোট আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ব্লাকবেরি সহ সকল স্মার্ট ডিভাইসে এবং ওয়েব সংস্করণেও সমর্থণ করে । আবার এভারনোট অ্যাকাউন্ট ব্যবহার করে সংশ্লিষ্ট সেলফোন ছাড়াও অন্য ডিভাইসে এই নোটগুলো ব্যবহার ও সম্পাদনা করা সম্ভব ।
ওয়েব সাইট : https://evernote.com/download
৪. জি-নোটস (G-Notes):
Screenshot : G-Notes |
জি-নোটস অ্যাপটি খুব হালকা ও দ্রুত ইন্টারফেসে নোটস টুকে রাখা যায় সহজে । এটি এভারনোট ও গুগল কিপ এর সেরা বিকল্প । এটি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব প্লাটফর্মে উপলুব্ধ রয়েছে আর অন্যান্য ডিভাইসগুলোতে সিনক্রোনাইজ ও শেয়ার এর সুবিধা তো রয়েছেই । তাছাড়া টিকটিক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে চেকলিস্ট যোগ করা যাবে ।
ওয়েব সাইট : https://www.gnotes.me
৫. সিম্পোল নোট (SimpleNote) :
Screenshot : Simplenote |
সিম্পোল নোট এর নামের মতই এর কাজও খুব সহজ ।এটি মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ওএস এক্স, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় ।
ওয়েব সাইট : https://simplenote.com/
0 মন্তব্যসমূহ