টোফেল(TOEFL)কি?
টেস্ট অব ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ (Test of English as a Foreign Language) সংক্ষেপে টোফেল (TOFEL) নামে পরিচিত । আমেরিকা বা কানাডার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা পরিমাপের একটি মাপকাঠির মান হলো টোয়েফেল (TOEFL). এটি মোট ৩ ঘন্টা ৩০ মিনিটের একটি পরীক্ষা । ১৩০টির বেশি দেশে সাড়ে আট হাজারের বেশি প্রতিষ্ঠানে টোফেল স্কোরকে স্বীকৃতি দেয়া হয় ।
Image by juanjo tugores from Pixabay |
যেসমস্ত বিষয়ের পরীক্ষা এখানে নেয়া হয়ঃ
এখানেও চারটি দক্ষতার লেখা (Writing) , বলা (Speaking ), শোনা (Listening) ও পড়া (Reading) সেকশনের পরীক্ষা নেয়া হয় । এতে দু’ধরনের টেস্ট নেয়া হয়, একটি ইন্টারনেট বেজড টেস্ট, অন্যটি পেপার বেজড টেস্ট । ইন্টারনেট বেজড টেস্ট বছরে ৩০ থেকে ৪০ বার নেয়া হয় আর পেপার বেজড টেস্ট বছরে ছয়বার নেয়া হয় । ইন্টারনেট বেজড টেস্ট নেবার জন্য সারা বিশ্বে সাড়ে চার হাজারের বেশি কেন্দ্র রয়েছে ।
পরীক্ষা পদ্ধতিঃ
১. রিডিং সেকশন : রিডিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০ । সাধারণত ৩টি প্যাসেজ থাকে, প্রত্যেকটি থেকে প্রায় ১৪টি করে প্রশ্ন থাকে; মোট ৪২টির মত প্রশ্ন থাকে । তবে অনেক সময় ৪টি প্যাসেজও থাকতে পারে, এবং মোট প্রশ্নের সংখ্যা ৫৬টাও হতে পারে, তবে সেক্ষেত্রে সময় অবশ্য ২০ মিনিট বড়িয়ে দেয়া হবে ।
২. লিসেনিং সেকশন : বিভিন্ন বিষয়ের ওপর একজনের লেকচার অথবা দুজনের কথোপথন শুনতে হবে, শুনতে শুনতে রাফ কাগজে নোট নিতে হবে । লেকচার বা কনভার্সেশন শেষ হবার পর প্রশ্ন আসবে । লিসেনিং টেস্ট হয় ৬০ মিনিটের জন্য ৬টি টাস্ক এবং পয়েন্ট থাকে ৩০ । এখানে ২-৩টি কনভারসেশন ও ৪-৬টি লেকচার থাকে । সম্ভাবনা নেই যদিও কোনো কোনো ক্ষেত্রে ৯টা টাস্ক আসতে পারে সেক্ষেত্রে সময় ৯০ মিনিট হবে ।
৩. স্পিকিং সেকশন : স্পিকিং টেস্ট হয় ২০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০ । এখানে ২টি স্পিকিং টেস্ট
দিতে হয় নিজের ইচ্ছা মত বিষয়ের উপর এবং ৪টি টেস্ট হয় অনৈচ্ছিক । এখানে আপনাকে যেটা জানতে চাওয়া হবে, শুধুমাত্র সেটাই উত্তর দিতে হবে; অযথা কাহিনী শুনানো যাবে না । যেহেতু পুরো সেশনটি ২০ মিনিটের মধ্যেই সমাপ্ত হয়, এটাই টোয়েফেল এর সবচেয়ে সংক্ষিপ্ত সেকশন ।
৪. রাইটিং সেকশন : এটাই মনে হয় টোফেলের সবচেয়ে স্বস্তিকর সেকশন । আপনাকে একটা ছোট্ট প্যাসেজ পড়তে দেয়া হবে, এরপর ঐ প্যাসেজের বিষয়বস্তু নিয়েই একটি লেকচার বা কনভার্সেশন শোনানো হবে । সেখান থেকেই আপনাকে লেখতে হবে । তাই এখানে গুরুত্বপূর্ণ নোট নিতে হবে, বিশেষ কিওয়ার্ডগুলো টুকে রাখতে হবে যার মাধ্যমে আপনি ভালো উত্তর দিতে একটি সঠিক structure দাড় করাতে পারেন । রাইটিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট ৩০ । ১টি ঐচ্ছিক ও ১টি অনৈচ্ছিক টেস্ট নেয়া হয় ।
চারটি সেকশন মিলিয়ে মোট ১২০ পয়েন্টের টেস্ট নেয়া হয় । টেস্ট দিতে যাওয়ার সময় অবশ্যই কনফার্মেশন লেটার এবং পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে ।
স্কোরিং প্যাটার্ণঃ
প্রত্যেক সেকশনে ৩০ করে মোট ১২০ নম্বরের পরীক্ষা । নম্বর এক এক করে বাড়ে, অর্থাৎ সাড়ে নিরানব্বই (৯৯.৫) পাওয়া যায় না; হয় নিরানব্বই, নয়তো গোটা একশো । বেশির ভাগ ইউনিভার্সিটি এর ক্ষেত্রেই মিনিমাম রিকোয়ারম্টে থাকে ৮০ এর কাছাকাছি । কোনো কোনো অতি কাবিল ইউনিভর্সিটি ১০০ বা ১০৫ চায় । তবে এসিস্ট্যান্টশিপ বা স্কলারশিপ এর জন্য স্পিকিং সেকশনে মিনিমাম ২৩ পাওয়াটা জরুরী ।
অন্যান্য:
- টোয়েফেল
(TOEFL) স্কোর এর মেয়াদকাল দুই বছরের জন্য বৈধ থাকবে । উক্ত সময়ের মধ্যে আপনি অ্যাকাউন্ট থেকে স্কোর রিপোর্ট ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন ।
রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ
প্রথমে www.toefl.org তে গিয়ে একাউন্ট খুলতে হবে । ঐ একাউন্ট থেকেই www.ets.org/toefl রেজিস্ট্রেশন করতে হবে । প্রতিদিন ২৪ ঘন্টা সকলের জন্য রেজিস্ট্রেশন খোলা থাকে । রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয় নির্বাচন করার প্রয়োজন নেই । রেজিস্ট্রেশন করতে লাগবে ১৬০ ডলার । একবার রেজিস্ট্রেশন করলে চারটি ইউনিভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায় । মনে থাকে যেন, ফ্রি স্কোর পাঠাতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগেই । পরবর্তীতে প্রতিটি ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে ১৭ ডলার করে লাগে । একবার রেজিস্টার করার পর reschedule করতে চাইলে লাগবে ৬০ ডলার । Register, score sending, reschedule-সবগুলোই ক্রেডিট/ডেবিট কার্ড এর মাধ্যমে করতে হয় ।
0 মন্তব্যসমূহ