পার্থক্য : একাডেমি ও ইনস্টিটিউট, Recto ও Verso, অধিদপ্তর ও পরিদপ্তর, হাওর ও বাওর

প্রিয় পাঠক, আমাদের অনেক সময় বিভিন্ন শব্দ ও এর ব্যবহার নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় । তার ধারাবাহিকতায় আজকের পর্বে এমন কিছু শব্দ সম্পর্কে জানবো । সেগুলো হচ্ছে-একাডেমি ও ইনস্টিটিউট, Recto ও Verso, অধিদপ্তর ও পরিদপ্তর, হাওর ও বাওর । চলুন জেনে নেয়া নিই এগুলোর মধ্যে পার্থক্যগুলো কী?

differences-between-academy-vs-institute-recto-vs-verso-department-vs-directorate-haor-vs-baor
Image by Tumisu from Pixabay
 একাডেমি ও ইনস্টিটিউটের মধ্যে পার্থক্য :

সাধারণত মৌলিক, প্রথাগত, কারিগরি বা সামরিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানকে একাডেমি বলা হয় । যেমন- বাংলা একাডেমি; মেরিন একাডেমি । অন্যদিকে পেশাগত বা ব্যবস্থাপনা উন্নয়নমূলক শিক্ষাপ্রদানকারী বা কোনো বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট বলা হয় । যেমন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ।

 Recto ও Verso এর মধ্যে পার্থক্য :

বইয়ের পাতার ডানদিকের পৃষ্ঠাকে Recto এবং বামদিকের পৃষ্টাকে Verso বলা হয় । Recto গুলোতে সাধারণত বিজোড় সংখ্যায় এবং Versoগুলোতে জোড় সংখ্যায় পৃষ্ঠা নম্বর দেয়া হয় ।

 অধিদপ্তর ও পরিদপ্তর এর মধ্যে পার্থক্য :

সাধরণত মন্ত্রণালয়ের অধীনস্থ এক বা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলা হয়, যার প্রধান হলেন মহাপরিচালক । তিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্ন । অন্যদিকে অধিদপ্তরের অধীনস্ত এক বা একাধিক দপ্তরকে পরিদপ্তর বলা হয়, যার প্রধান হলেন পরিচালক । যিনি একজন যুগ্ম সচিব বা উপসচিবের মর্যাদাসম্পন্ন ।

হাওর ও বাওরের মধ্যে পার্থক্য:

হাওর হচ্ছে বিশাল গামলা আকৃতির জলাশয়, যা ভূ-আলোড়নের ফলে সৃষ্টি হয় এবং সেখানে অনেক পানি জমে । যেমন-হাকালুকি । অন্যদিকে বাওর হলো পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জলাশয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ