অ্যান্ড্রয়েড অ্যাপ বা গেম আন-ইন্সটল বা ডিলেট না হলে কী করবেন

সাধারণত আমরা যখন নতুন কোনো অ্যান্ড্রয়েড স্মাটফোন যখন ক্রয় করি তখন নির্মাতা কোম্পানি ফোনের মধ্যে পূর্ব থেকেই কিছু কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশন ইন্সটল করে রাখে ; যা আন-ইন্সটল করা যায় না । এ সমস্ত অ্যাপগুলোকে প্রি-ইন্সটলড(Pre-Installed) অ্যাপ বা ব্লাটওয়্যার (bloatware) হিসেবে পরিচিত । এদের মধ্যে অনেকগুলো থার্ড-পার্টি অ্যাপ থাকে যা তেমন কোনো কাজে ব্যবহারই করা হয় না; গুগলের কিছু অ্যাপ ছাড়া । তাছাড়া এগুলো স্টোরেজে অনেকগুলো জায়গা দখল করে, অযথা অ্যাড প্রদর্শন করে, ব্যাটারি খরচ করে তথা সর্বোপরি ফোনের কর্মক্ষমতা কমিয়ে ধীর করে দেয় ।

how-to-remove-a-pre-installed-or-bloatware-app-from-android-device
Image by Thomas Ulrich from Pixabay

প্রি-ইন্সটলকৃত অ্যাপগুলো পুরোপুরি আন-ইন্সটল করা যায় না ঠিকই । কিন্তু এ সমস্ত অ্যাপে ব্যবহৃত বিভিন্ন ক্যাশ ডাটা ও সার্ভিস রিমুভ বা ডিলেট করা যায় । এর জন্য প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ্লিকেশন ‘ডিজেবল’ অপশন রয়েছে । তবে ডিজেবল অপশনটি অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.০ থেকে যুক্ত হয়েছে, তাই এর আগের সংস্করণ এই সুবিধা পাওয়া যাবে না ।   

 

যেকোনো অ্যাপ্লিকেশন ডিজেবল করলে যা কী হবে?

অ্যাপটি একবার ডিজেবল হয়ে গেলে অ্যাপটি আপনার অ্যাপ্লিকেশন ড্রয়ার থেকে অদৃশ হয়ে যাবে । নতুন আপডেট পাওয়া বন্ধ হয়ে যাবে । বেকগ্রাউন্ডে চুপিসারে রান করতে পারবে না । অ্যাপটির সাথে রিলেটেড সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে ।

বি:দ্র: তবে অবশ্যই Google Play Services টি ডিজেবল করা উচিত নয় কারণ এটি একটি সিস্টেম অ্যাপ্লিকেশন । এটি অ্যান্ড্রয়েড ওএস এবং গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো এবং সার্ভিসগুলো সুচারুভাবে চালানোর জন্য প্রয়োজন ।  

প্রি-ইন্সটলকৃত যেকোনো অ্যাপ বা ব্লাটওয়্যার ‘ডিজেবল’ করতে নিচে দেয়া পদক্ষেপসমূহ অনুসরণ করুন ।

১. প্রথমে Settings >Apps এ যান ।

২. প্রদর্শিত সকল অ্যাপগুলো দেখতে All Apps সিলেক্ট করতে হবে । এখন যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটিতে ক্লিক করুন ।

৩. এখন প্রথমে Force Stop অপশনে ক্লিক করুন; তারপর Disable অপশনে ক্লিক করুন ।

তাছাড়া অ্যাপ পুনরায় ব্যবহার করতে হলে আবার Enable করে নিতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ