সাধারণত আমরা যখন নতুন কোনো অ্যান্ড্রয়েড স্মাটফোন যখন ক্রয় করি তখন নির্মাতা কোম্পানি ফোনের মধ্যে পূর্ব থেকেই কিছু কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশন ইন্সটল করে রাখে ; যা আন-ইন্সটল করা যায় না । এ সমস্ত অ্যাপগুলোকে প্রি-ইন্সটলড(Pre-Installed) অ্যাপ বা ব্লাটওয়্যার (bloatware) হিসেবে পরিচিত । এদের মধ্যে অনেকগুলো থার্ড-পার্টি অ্যাপ থাকে যা তেমন কোনো কাজে ব্যবহারই করা হয় না; গুগলের কিছু অ্যাপ ছাড়া । তাছাড়া এগুলো স্টোরেজে অনেকগুলো জায়গা দখল করে, অযথা অ্যাড প্রদর্শন করে, ব্যাটারি খরচ করে তথা সর্বোপরি ফোনের কর্মক্ষমতা কমিয়ে ধীর করে দেয় ।
Image by Thomas Ulrich from Pixabay |
প্রি-ইন্সটলকৃত অ্যাপগুলো পুরোপুরি আন-ইন্সটল করা যায় না ঠিকই । কিন্তু এ সমস্ত অ্যাপে ব্যবহৃত বিভিন্ন ক্যাশ ডাটা ও সার্ভিস রিমুভ বা ডিলেট করা যায় । এর জন্য প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ্লিকেশন ‘ডিজেবল’ অপশন রয়েছে । তবে ডিজেবল অপশনটি অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.০ থেকে যুক্ত হয়েছে, তাই এর আগের সংস্করণ এই সুবিধা পাওয়া যাবে না ।
যেকোনো অ্যাপ্লিকেশন ডিজেবল করলে যা কী হবে?
অ্যাপটি একবার ডিজেবল হয়ে গেলে অ্যাপটি আপনার অ্যাপ্লিকেশন ড্রয়ার থেকে অদৃশ হয়ে যাবে । নতুন আপডেট পাওয়া বন্ধ হয়ে যাবে । বেকগ্রাউন্ডে চুপিসারে রান করতে পারবে না । অ্যাপটির সাথে রিলেটেড সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে ।
বি:দ্র: তবে অবশ্যই Google Play Services টি ডিজেবল করা উচিত নয় কারণ এটি একটি সিস্টেম অ্যাপ্লিকেশন । এটি অ্যান্ড্রয়েড ওএস এবং গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো এবং সার্ভিসগুলো সুচারুভাবে চালানোর জন্য প্রয়োজন ।
প্রি-ইন্সটলকৃত যেকোনো অ্যাপ বা ব্লাটওয়্যার ‘ডিজেবল’ করতে নিচে দেয়া পদক্ষেপসমূহ অনুসরণ করুন ।
১. প্রথমে Settings >Apps এ যান ।
২. প্রদর্শিত সকল অ্যাপগুলো দেখতে All Apps সিলেক্ট করতে হবে । এখন যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটিতে ক্লিক করুন ।
৩. এখন প্রথমে Force Stop অপশনে ক্লিক করুন; তারপর Disable অপশনে ক্লিক করুন ।
তাছাড়া অ্যাপ পুনরায় ব্যবহার করতে হলে আবার Enable করে নিতে হবে ।
0 মন্তব্যসমূহ