Image by Gerd Altmann from Pixabay |
কিন্তু অনেক সময় আমাদের যেকোনো ব্লক করা ওয়েবসাইট ভিজিট করার দরকার হয় । নিচে যেকোনো ব্লক করা ওয়াবসাইট অ্যাক্সেস করার ৩টি পদ্ধতি দেয়া হল । যাতে চাইলেই খুব সহজেই আপনি নির্দিষ্ট অঞ্চল বা জিওলজিক্যাল ব্লককৃত ওয়েব সাইট অ্যাক্সেস করতে পারেন ।
১. HTTP প্রক্সি সার্ভার ব্যবহার করুন
আপনি যখন প্রক্সি সার্ভার ব্যবহার করেন, তখন প্রক্সি সার্ভারটি আপনার (ক্লাইন্ট ডিভাইস) এবং ব্লককৃত ওয়েবসাইটির মাঝামাঝি সংযোগকারী রিমোট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় । সাধারণত প্রক্সি সার্ভারটি আপনার মূল আইপি অ্যাড্রেস ও জিও লোকেশন হাইড করে এবং ওয়েব ট্রাফিক সোর্সটি সরাসরি প্রক্সি সার্ভার হতে ট্রান্সফার হয়ে হোস্ট সার্ভারের সাথে সংযুক্ত করে । তাই প্রক্সি সার্ভার ব্যবহার করে সহজেই ব্লককৃত সাইট ভিজিট করা যায় । এর জন্য আপনি ফ্রি HTTP বা HTTPS প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারেন ।তবে সবসময় যেকোনো দরকারে HTTP প্রক্সি সার্ভার ব্যবহার না করাই ঠিক । এতে আপনার অনলাইন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ।
২. ভিপিএন (VPN) ব্যবহার করুন
সাধারণত ভিপিএন (Virtual Private Network) এর কাজ প্রক্সি সার্ভারের মতই মনে হলেও তা কিন্তু নয় । এ দুটির সার্ভিসের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে তথা এদের কাজ করার ধরনও আলাদা । তবে মূল পার্থক্য হচ্ছে প্রক্সি সার্ভার শুধুমাত্র ভিজিটকৃত ওয়েবসাইট থেকে আপনার আইপি অ্যাড্রেস ও ডাটা এনস্ক্রিপ্ট থাকে । কিন্তু আইএসপি বা সরকার ঠিকই আপনাকে ট্র্যাক করতে পারে ! অন্যদিকে ভিপিএন ব্যবহার করলে আপনার ডাটা পুরোপুরি এনস্ক্রিপ্ট থাকেন ফলে বিভিন্ন ট্র্যাকারা আপনাকে ট্র্যাক করতে পারে না । প্রক্সি সার্ভার থেকে অনেকটা নিরাপদ । তাই অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে ভিপিএন ব্যবহারই উত্তম ।
৩. সার্চইঞ্জিন ক্যাশড (Cached) ব্যবহার করা
Image from seobility.net |
ইন্টারনেট সার্চইঞ্জিনগুলো যেমন: গুগল, বিং বা ইয়নডেক্স ইত্যাদি তাদের সার্চবটগুলো (search Bot) প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবপেজ ক্রাউল (crawl) করার পর সেগুলোকে ইনডেক্স (Index) করে । এবং ক্রাউলিং এর সময় সার্চইঞ্জিনগুলো এসমস্ত পেজগুলোর একটি স্ন্যাপশট বা অফলাইন কপি যা নিজের ব্যাক আপ হিসেবে সংরক্ষণ করে । এগুলো সার্চ ক্যাশড হিসেবে পরিচিত । তাই ব্লককৃত সাইটের ক্যাশড পেইজ ব্যবহার করে আপনি সহজেই ভিজিট করতে পারেন । উদাহরনস্বরূপ- পছন্দের যেকোনো সার্চ ইঞ্জিনে উক্ত ওয়েবসাইটটির ইউআরএল লিখে সার্চ করুন । এখন দেখুন সমস্ত সার্চ রেজাল্টের পাশে একটি ড্রপডাউন আইকন রয়েছে সেটাতে ক্লিক করুন; তারপর প্রদর্শিত Cached লিংক এ ক্লিক করুন । তাহলেই উক্ত ওয়েবপেজের সর্বশেষ স্ন্যাপশট ভার্সন দেখতে পাবেন ।
উক্ত ব্লগপোষ্টটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন । ধন্যবাদ ।
0 মন্তব্যসমূহ