Image by Nick Youngson CC BY-SA 3.0 Alpha Stock Images |
বাংলা ভাষার মত ইংরেজিতেও কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর শাব্দিক অর্থ এক মনে হয় কিন্তু এগুলো এক এক সময় এক এক ভাবে ব্যবহার করতে হয় । তাই এই শব্দগুলো ব্যবহার করতে বিভ্রান্তি পরিলক্ষিত হয় । এরকম দুটি শব্দ হচ্ছে ‘Author’ এবং ‘Writer’ , এই দুই টার্মের বাংলা প্রতিশব্দ হচ্ছে ‘লেখক’ । কিন্তু অথার (Author) এবং রাইটার (Writer) এই দুই টার্মের মাঝে আদতে কোনো পার্থক্য আছে কী? হ্যাঁ, এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে ।
কয়েক দশক আগেও, সবাই পড়তে বা লিখতে জানত না । সুতরাং, সেসময় Author তিনি, যিনি সম্পূর্ণ নিজের চিন্তা/আইডিয়া/জ্ঞান/দৃষ্টিভঙ্গি/তথ্য/দর্শন/কার্যক্রম উৎপাদন করেন এবং তা লেখনির মাধ্যমে পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করেন । দুটো শর্ত এখানে । "Completely Self Creation and Presentation in writings" অর্থাৎ সম্পূর্ণ স্ব নির্মাণ এবং রচনায় উপস্থাপনা ।
যেমন, কোনো ব্যক্তি যখন তার আত্মজীবনী লিখেন, তখন আসলে তিনি কী করেন? তার নিজের চিন্তা/দর্শন/আইডিয়া/লাইফস্টাইল/ভাবনা/জগতের অন্যের কাছে তুলে ধরেন । এজন্য অটোবায়োগ্রাফির লেখককে বলা হয় Author (এক্ষেত্রে তিনি Writer নন) ।
অন্যদিকে Writer তিনি, যিনি অন্যের চিন্তা/আইডিয়া/জ্ঞান/দৃষ্টিভঙ্গি/তথ্য/দর্শন/কার্যক্রম লিখে পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করেন ।
আরও পড়ুন : নদী কথন : নদী এবং নদ এর মধ্যে পার্থক্য
0 মন্তব্যসমূহ