Image from Pixabay |
আমারা বিভিন্ন ইমেইল সেবা প্রদানকারীদের সেবা গ্রহণ করি । যেমন-জিমেইল, আউটলুক/হটমেইল, ইয়াহু কিংবা ইয়নডেক্স ইত্যাদি । আপনি যেকোনো ইমেইল ব্যবহার করুন না কেন, ইমেইল পাঠানোর নিয়ম কিন্তু একই রকম ।
প্রথমে, আপনার ইমেইল অ্যাকাউন্ডে লগইন করুন ।‘Compose New Mail’-এ ক্লিক করুন । এখন নিম্নে দেওয়া ইমেইল পাঠানোর ধাপ গুলো অনুসরণ করতে হবে-
১. To (Recipients) : এখানে প্রাপক বা প্রাপকদের ইমেইল ঠিকানা লিখতে হবে । যেমন- username@mail.com।
২. CC : CC -এর পূর্ণরূপ হচ্ছে 'Carbon Copy' যার অর্থ 'অনুলিপি' ৷ আপনি যাকে অবগতির জন্য মেইলের অনুলিপি পাঠাতে চান তার ইমেইল আইডিটি (Cc) অংশে যোগ করতে পারেন ৷ আপনি যদি সিসি (Cc) ব্যবহার করে একসাথে সহকর্মীদের গ্রুপ ইমেইল করবেন তখন যেকেউ বার্তাটির অন্যান্য প্রাপকদের তথ্য দেখতে পাবেন ।উদাহরণস্বরূপ, এটি অফিসের অভ্যেন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহার করা ভালো ।
৩. BCC : বিসিসি (Bcc) এর পূর্ণরূপ হচ্ছে 'Blind Carbon Copy' যার অর্থ 'অবিকল অনুলিপি' ৷ এটি ইমেইলে প্রাপকদের গোপনীয়তা রক্ষা করে । এটি ব্যবহার করলে একজন প্রাপক অন্য প্রাপকদের তথ্য দেখতে পাবেন না ।
৪. Subject : এটা ইমেইল এর গুরুত্বপূর্ণ অংশ। এখানে ইমেইল বিষয়বস্তুর শিরোনাম লিখতে হবে । কেউ কেউ আছেন কোনো সাবজেক্ট ছাড়াই মেইল সেন্ড করেন এতে প্রাপক অনেক সময় অপ্রয়োজনীয় মেইলগুলোর ভিড়ে খুঁজে পান না ৷ আর অনেক সময় স্প্যাম ফিল্টার সাবজেক্ট বিহীন মেইল গুলোকে ভুলক্রমে স্প্যাম হিসেবে চিহ্নিত করে ফলে আপনার মেইলটি প্রাপকের দৃষ্টির অগচর হয়ে যেতে পারে ৷
৫. Description : এখানে বিষয়বস্তুর বিস্তারিত বিবরণ আলোচনা করতে হবে ।
৬. Attachments : এই অংশে সম্পর্কিত ইমেইলের কোন সংযুক্তি ফাইল থাকলে যোগ করে আপলোড দেওয়া যাবে ।
সবকিছু ঠিক থাকলে Send বাটনে ক্লিক করুন ।
Image from Wikipedia |
1 মন্তব্যসমূহ
ধন্যবাদ, অনেক কিছু জানলাম :)
উত্তরমুছুন