Image from PxHere |
ছোট্ট ছো্ট্ট ভুলের কারণে সবচেয়ে কাছের এবং ভালোবাসার মানুষটির মধ্যে আস্তে আস্তে এক অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয় যা একসময় ব্রেকআপের রূপ নেয় । আপনার ভালোবাসার মানুষটি চায় আপনার কিছুটা এক্সট্রা কেয়ারিং । তাহলে ভালোবাসার সম্পর্ক কেমন হওয়া উচিত? চলুন এই পোষ্টে এরকম ১০টি উপায় সম্পর্কে আলোচনা করব ।
১. ইতিবাচক হোন
ইতিবাচক হওয়ার চেষ্টা করুন । মানুষ মাত্রই ভুল হতে পারে । ছোট ছোট ভুলগুলো ধরে না রেখে ক্ষমা করতে শিখুন । চাইলে সবকিছুতেই ভুল ধরা সম্ভব । নিজেরা সময় কাটানোর চেষ্টা করুন । কাজ, প্রযুক্তি, আত্মীয়স্বজন সব কিছুর বাইরে নিজেরা কিছুটা সময় কাটান । এটা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে ।
২. উপহার দিন
সব সময় উপহার দেওয়ার জন্য উপলক্ষের প্রয়োজন হয় না । যেকোনো কারণেই উপহার দেওয়া যায় । সঙ্গীকে হঠাৎ করেই একটা উপহার দিয়ে চমকে দিন । দেখবেন সে কতটা খুশি হয় । এটা আপনাদের সম্পর্কের মাঝে ভালো লাগার অনুভূতি তৈরি করবে ।
Image by wichai bopatay from Pixabay |
৩. অতিরিক্ত খবরদারি নয়
একে অপরের ওপর খবরদারি না করাই ভালো । সবসময় প্রতিটি বিষয়ের খোঁজখবর রাখা কিছু সময় দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করে । যদিও খোঁজখবর নেওয়াটাকে দায়িত্বের মধ্যে পড়ে । কিন্তু এ কথাগুলো বিরক্তির পর্যায়ে তখনই পড়ে, যখন আপনি অযথাই তার ওপর খবরদারি করতে যান ।
৪. অন্যের সাথে তুলনা নয়
অকারণে একজনের সঙ্গে অন্যজনের তুলনা না করাই ভালো । যেকোনো ভালো কাজের জন্য এক অপরকে বাহবা দিন । অন্য কারও সঙ্গে তুলনা করে আপনার সঙ্গীর মানসিকতাকে আঘাত করবেন না । অন্যের সঙ্গে তুলনা করা সবচেয়ে বড় আঘাত আপনার ভালোবাসার মানুষটির জন্য । এ ধরনের অভ্যাস ত্যাগ করলে সম্পর্ক অটুট থাকে ।
৫. শুনুন মন দিয়ে
একে অপরের সঙ্গে সময় কাটানো এবং একে অপরের কথা মন দিয়ে শোনাটা খুব গুরুত্বপূর্ণ । আপনি আপনার ভালোবাসার মানুষটির কথা শুনলেন না বা শুনতে চাইলেন না, এতে করে তিনি ভাবতে পারেন আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না ।
৬. একে-অন্যের দোষারোপ করবেন না
যে কোনো বিষয়ে একে অপরকে দোষ দেওয়ার অভ্যাস পরিত্যাগ করুন । আপনার সঙ্গী যদি কোনো ভুল করে ফেলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করুন । তবে সেটাও যেন খুব সচেতনভাবে, কষ্ট দিয়ে নয় ।
Image from PxHere |
৭. রাগ নিয়ন্ত্রণ করুন
রাগের মাথায় কিছু বলে ফেলা খুব সোজা । পরে সেই কথা নিয়ে অনুশোচনার শেষ থাকে না । কিছু বলার আগে কয়েক মুহূর্ত সময় নিন । একটু ভাবুন । নিজের চিন্তা-ভাবনাগুলেঅকে জড়ো করুন এবং শেষবারের জন্য নিজেকে প্রশ্ন করুন, আসলেই আপনি কথাটা বলবেন কি-না!
৮. পুরনো প্রেমের স্মৃতিচারণ করবেন না
এর আগেও হয়তো আপনি অথবা সে অন্য কোনো সম্পর্ক জড়িত ছিলেন । সে কথা মনে করে কথায় কথায় পুরনো কথা না তোলাই ভালো । এ অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর । অতীতের সম্পর্ক ভুলে বর্তমান সম্পর্ককে গুরুত্ব দিন ।
৯. হয়ে উঠুন বন্ধু
মনে রাখতে হবে, নিজের সঙ্গীর প্রেমিক বা প্রেমিকা হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠুন । শুনতে আন-রোমেন্টিক মনে হলেও এটি সম্পর্ককে করবে সবচেয়ে শক্তিশালী ।
Image from PxHere |
১০. প্রশংসা করুন
ছোট-খাটো ভালো কাজ কিংবা সাহায্যেও তার প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলবেন না । এতে একে-অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে এবং সম্পর্ক ঘাঢ় হয় ।
বোনাস টিপস:
১১. ভালোবাসা প্রকাশ করুন
ভালোবাসার মানুষটির মুখ থেকে ‘আমি তোমাকে ভালোবাসি’ শুনতে তো অবশ্যই ভালো লাগে । তেমনি ভালোবাসার মানুষটিও আপনার মুখ থেকে সেটি শুনতে পছন্দ করেন । তাই যখন সুযোগ পাবেন সরাসরি মুখে বলতে না পারলেও নিজের ভালোবাসা প্রকাশ করুন ।
0 মন্তব্যসমূহ