সিল্ক রোড কী? নিউ সিল্ক রোডের আদ্যপন্ত

 

‘সিল্ক রোড’ হলো চীনের চালু করা বাণিজ্য পথ । প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বোঝাতো । সে সময় চীনা রেশম সুতা ও রেশমী কাপড়ের চাহিদাও বিশ্বব্যাপি ছিল । ঐতিহাসিক বানিজ্য পথটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে ১৮শতাব্দী পর্যন্ত পূর্ব ও পশ্চিমকে সংযোগকারী এশিয়া হতে ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত নেটওয়ার্ক ছিল । আর চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ ‘সিল্ক রোড (Silk Road)’ বা ‘সিল্ক রুট (Silk Rute)’ নামে সুপরিচিত ।

যেভাবে শুরু

what-is-the-silk-road-and-its-history-in-bangla
Image by Martha de Jong-Lantink from Flickr

সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে তথন মধ্য এশিয়া হতে দক্ষিণ এশিয়ার মানুষের সঙ্গে বাণিজ্য করার জন্য অনেকগুলো পথ ব্যবহার করেছিল । এবং চীনারা মহাদেশজুড়ে ধন ও জ্ঞান অর্জনের লক্ষে ভারত উপমহাদেশে আসে । সে সময় বণিকরা উপমহাদেশের বিভিন্ন অঞ্চল হতে মশলা, রত্ন, বস্ত্র, বই, ঘোড়া ও অন্যা্ন্য মূল্যবান জিনিসপত্র নিয়ে আসেন । বলা হয়ে থাকে ব্যবহৃত এই পথ ধরেই ভারত থেকে চীনে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল ।

প্রাচীন চীনারা রেশম সুতা বানানোর তথ্য প্রায় তিন হাজার বছর গোপন রেখেছিল । চীনারা তাদের রেশম সুতা ও রেশম সুতার তৈরি কাপড় এর বাণিজ্যিক কার্যক্রম বিস্তারের লক্ষে কেন্দ্রীয় চীন থেকে শুরু হওয়া পথটির মাধ্যমে ভারত, পার্সিয়া, আরব, রোম, গ্রীস ও ইতালিতে চীনাদের অর্থনীতি প্রসার ঘটে । 

the-silk-road-china-map-explain-in-bangla
Image Source : Wikimedia


যেভাবে বন্ধ হয় 

এই রুটটি বেশ কয়েকবার বন্ধ ও খোলা হয়েছে । প্রথম তিব্বতরা [৬৭৮-৬৯৯ সাল পর্যন্ত] এই রুটটিকে বন্ধ করেছিল । পরে তাং রাজবংশ এটিকে পুনরুদ্ধার করে এবং আবারও চালু করে । পরবর্তীতে চীনারা তাদের রেশম তৈরির গোপনীয়তা কোনোভাবে অটোম্যান তুর্কিদের নিকট ফাঁস হয়ে যায় এবং যার কারণে তাদের একচেটিয়া বাজার হারাতে শুরু করে । অন্যদিকে সমুদ্রপথে অধিক মাল পরিবহণ ও সহজলভ্যতার দরুন ১৫তম শতাব্দীর শেষের দিকে সিল্ক রোডের পতন ঘটে । তাছাড়া চীনে গৃহযুদ্ধকালীন সময় সিল্ক রোড ধ্বংসপ্রাপ্ত হয় ।১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে ।


নিউ সিল্ক রোড

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালের অক্টোবর মাসে কাজাখস্তানের নজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে কথা প্রসঙ্গে প্রথম নতুন সিল্ক রোড আর্থ-বলয় (নিউ সিল্ক রোড ইকোনোমিক বেল্ট) সৃষ্টির কথা বলেন, যেটি চীন থেকে শুরু হয়ে তামাম মধ্য এশিয়াকে স্থলপথে বাণিজ্যিকভাবে কাছে নিয়ে আসবে এবং সেখান থেকে আরো দূরে, ইউরোপে সম্প্রসারিত হবে । 


রেফারেন্স সমূহ :

https://www.history.com/topics/ancient-middle-east/silk-road

https://en.wikipedia.org/wiki/Silk_Road

https://www.ancient.eu/Silk_Road/

https://www.britannica.com/topic/Silk-Road-trade-route




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ