আসল ও নকল আইফোন/আইপ্যাড চেনা যায় কিভাবে

 

how-to-recognize-a-genuine-apple-iphone-and-ipad

চমৎকার ডিজাইন, ডিসপ্লে, স্পিড, এআই ও নিজেস্ব ইউনিক ফিচারসমৃদ্ধ আইফোন কেনার সামর্থ্য অনেকের হয়না । তাই বলে কি গরীবের আইফোন কেনার শখ হয় না । হতেই পারে কিন্তু নতুন আইফোন হোক বা পুরাতন হোক কেনার পর যাতে প্রতারিত হতে না হয়! এই পোস্টটিতে কিছু টিপস দেওয়া হয়েছে যাতে আপনি সহজেই অরিজিনাল ও নকল আইফোন চিনতে পারবেন ।

অপারেটিং সিস্টেম যাচাই করুন

অ্যাপল তাদের আইফোনে নিজস্ব অফিসিয়াল আপারেটিং সিস্টেম আইওএস (iOS) ব্যবহার করে । তাই আপনি iOS ছাড়া অন্য কোন অপারেটিং সিস্টেম যদি দেখতে পান তাহলে এটি ১০০% কপি বা রিপ্লিকা ফোন ।

 

সিরিয়াল নম্বর চেক করুন

অ্যাপল দ্বারা তৈরি প্রতিটি হার্ডওয়্যার ডিভাইসটিতে একটি সিরিয়াল নম্বর রয়েছে যা আপনার আইফোন / আইপ্যাড / অ্যাপল ওয়াচের ওয়ারেন্টি ও সার্ভিস বহন করে ।

-সিরিয়াল নম্বরটি খুঁজুন- Settings > General > About এ ট্যাপ করুন, দেখুন ১২ ডিজিটের সিরিয়াল নম্বর পাবেন ।

-এখন অ্যাপলের সার্ভিস এন্ড সাপোর্ট কাভারেজ পেজে যান - https://checkcoverage.apple.com/in/en/

-১২ ডিজিটের সিরিয়াল নম্বরটি দিয়ে সার্চ করুন, ডিভাইসটি অরিজিনাল হলে এর সমস্ত বিবরণ প্রদর্শন করবে ।

 

আইএমইআই (IMEI)নম্বর যাচাই করুন

আপনার আইফোনের IMEI  নম্বর জানতে *#06# ডায়াল করুন । এখন প্রাপ্ত IMEI নম্বরটি www.imei.info সাইটি গিয়ে যাচাই করুন তাহলে ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন । তাহলে সহজেই আসল ও নকল আইফোনের কনফিগারেশন পার্থক্য বুঝতে পারবেন ।  

 

সিরি (Siri) অ্যাপ্লিকেশন যাচাই করুন

সিরি (Siri) হচ্ছে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট সফটওয়্যার যা শুধু মাত্র অরিজিনেল আইফোনেই ব্যবহার করা যায় । তাই নকল আইফোনে এই সফটওয়্যারটি ইন্সটল থাকবে না অথবা থাকলেও সঠিকভাবে কাজ করবে না । 

hey-siri
Image source : Flickr
উদাহরন স্বরূপ, ফোনের হোম বাটন কিছু মুহূর্ত চেপে রাখুন সিরি চালু হলে জিজ্ঞেস করুন “Where were you made?” অর্থাৎ, উক্ত আইফোনটি কোথায় তৈরি করা হয়েছে? ডিভাইসটি আসল হলে সিরি উত্তর দিবে “I was designed by Apple in California.” আর নকল হলে কোনো উত্তর দিবে না ।   

ডিভাইস স্টোরেজ ক্যাপাসিটি যাচাই করুন

আসল আইফোনে ফিক্সড মেমোরি স্টোরেজ থাকে যা আলাদা এসডি কার্ড লাগিয়ে প্রসারিত করা যাবে না। কোনো ফোনে যদি মেমোরি প্রসারিত করার জন্য এসডি কার্ড প্রয়োজন হয় বা কোনো মেমরি স্লট খুঁজে পান তাহলে সেটি নকল । আইফোনের ডিভাইস স্টোরেজ ১৬জিবি থেকে ২৫৬জিবি পর্যন্ত এবং আইপডের ডিভাইস স্টোরেজ ১৬জিবি থেকে ৫১২জিবি হয়ে থাকে ।

ডিভাইস দেখতে- Settings > General > Storage & iCloud Usage এ ট্যাপ করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ