বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে । সেই তালিকায় ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো অবিশ্বাস্যভাবে এগিয়ে রয়েছে। এ তালিকায় শীর্ষস্থানীয় ১০ প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতি মিনিটে কত আয় করে ।
১. স্যামসাং
বিজনেস
ইনসাইডার এর ২০১৩ সালের প্রতিবেদনে স্যামসাং প্রতি সেকেন্ডে প্রায় ৬৫০০ মার্কিন ডলার
আয় করে যা সকল প্রতিষ্ঠানের মধ্যে সর্ব্বোচ্চ । যদিও বাজারে নতুন স্মার্টফোন আসার
প্রথম কোয়াটার শেষে আয়ে নিম্নমুখী দেখা যায় । তাছাড়া স্যামসাং শুধু স্মার্টফোন নয় বিভিন্ন
ইলেকট্রনিক্স পণ্যের বিশাল বাজার রয়েছে ।
প্রতি দিন = ৫৬ কোটি ১৬ লক্ষ ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ২ কোটি ৩৪ লক্ষ ইউএস ডলার ।
প্রতি মিনিট = ৩ লক্ষ ৯০ হাজার ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ৬ হাজার ৫০০ ইউএস ডলার ।
২. অ্যাপল
আমেরিকান
মাল্টিন্যাশনাল টেকনোলজি অ্যাপল রয়েছে দ্বিতীয় অবস্থানে । এর আয় আইফোন ছাড়াও সিংহভাগ
ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার ও অনলাইন সার্ভিস থেকে আয় করে থাকে ।
প্রতি দিন = ৩৯ কোটি ২২ লক্ষ ৫৬ হাজার ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ১ কোটি ৬৩ লক্ষ ৪৪ হাজার ইউএস ডলার ।
প্রতি মিনিট = ২ লক্ষ ৭২ হাজার ৪০০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ৪ হাজার ৫৪০ ইউএস ডলার ।
৩. ফক্সকন
ফক্সকন একটি তাইওয়ানের মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স মেনুফেক্চার
কোম্পানি । বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের বিভিন্ন পন্য ফক্সকনের মাধ্যমেই
প্রস্তুত করে থাকে । এদের মধ্যে কয়েকটি নামকরা কোম্পানি হচ্ছে- অ্যামাজন, অ্যাপল,
এইচপি, গুগল, হুয়াওয়ে, ডেল, মটোরলা, সনি, শাওমি, তসিবা, লেনভো, ইনটেল, মাইক্রোসফট ও
এসার প্রভৃতি ।
প্রতি দিন = ৩২ কোটি ৯৬ লক্ষ ১৬ হাজার ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ১ কোটি ৩৭ লক্ষ ৩৪ হাজার ইউএস ডলার ।
প্রতি মিনিট = ২ লক্ষ ২৮ হাজার ৯০০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ৩ হাজার ৮১৫ ইউএস ডলার ।
৪. হিউলেট প্যাকার্ড (এইচপি)
হিউলেট প্যাকার্ড (এইচপি) আইটি ক্ষেত্রে বড় এক নাম । এইচপি
বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পোনেন্ড তৈরি করে থাকে ।
প্রতি দিন = ২৯ কোটি ৮৮ লক্ষ ৫৭ হাজার ৬০০ ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ১ কোটি ২৪ লক্ষ ৫২ হাজার ৪০০ ইউএস ডলার ।
প্রতি মিনিট = ২ লক্ষ ৭ হাজার ৫৪০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ৩ হাজার ৪৫৯ ইউএস ডলার ।
৫. মাইক্রোসফট
মাইক্রোসফট
এর পিসি অপারেটিং সিস্মেটম উইন্ডোজের পাশাপাশি বিভিন্ন সার্ভিস রয়েছে যেগুলো থেকে বিশাল
করে থাকে যেমন- অফিস ৩৬৫, ভিডিও কনফারেন্স সার্ভিস টিম এবং স্কাইপ, সার্চ ইঞ্জিন বিং
ও ইয়াহু, ভিডিও স্ট্রিমিং সাইট মিক্সার, প্রোফেশনাল সামাজিক মাধ্যম লিংকড ইন ও টাম্বলার
এবং গেইমিং কনসোল এক্সবক্স ইত্যাদি ।
প্রতি দিন = ২০ কোটি ১৩ লক্ষ ৯৮ হাজার ৪০০ ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ৮৩ লক্ষ ৯১ হাজার ৬০০ ইউএস ডলার ।
প্রতি মিনিট = ১ লক্ষ ৩৯ হাজার ৮৬০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ২ হাজার ৩৩১ ইউএস ডলার ।
৬. আমাজন
আমাজন তাদের ই-কমার্স সেবার জন্য বিশ্বব্যাপি পরিচিত
। আমাজনের অন্যান্য জনপ্রিয় সেবার মধ্যে রয়েছে টুইজ (twitch), এলেক্সা, প্রাইম ভিডিও,
কিন্ডলে ইত্যাদি ।
প্রতি দিন = ১৭ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৪০০ ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ৭১ লক্ষ ৮৫ হাজার ৬০০ ইউএস ডলার ।
প্রতি মিনিট = ১ লক্ষ ১৯ হাজার ৭৬০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ১ হাজার ৯৯৬ ইউএস ডলার ।
৭. আলফাবেট (গুগল)
সার্চ
ইঞ্জিন গুগলের অর্থ উপার্জনের সিংহভাগ আসে বিজ্ঞাপন ব্যবসায় গুগল অ্যাডসেন্স এবং গুগল
অ্যাডওয়ার্ডস থেকে আসে । তাছাড়া গুগলের প্রোডাক্ট সার্ভিসগুলো রয়েছেই । গুগল একদিনে
১৬৮.৮২৫ মিলিয়ন ডলার উপার্জন করে । যা প্রতি ঘন্টার হিসেবে সাত মিলিয়নের বেশি হয় এবং
প্রতি সেকেন্ডের হিসেবে ১.৯৫৪ ডলার করে আয় করে ।
প্রতি দিন = ১৬ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ৭০ লক্ষ ৩৪ হাজার ৩৭৫ ইউএস ডলার ।
প্রতি মিনিট = ১ লক্ষ ১৭ হাজার ২৩৯ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ১ হাজার ৯৫৪ ইউএস ডলার ।
৮. ফেসবুক
ফেসবুক তো সবার কাছে খুব পরিচিত প্রযুক্তি কোম্পানি । ফেসবুকের
মালিকানায় রয়েছে ওয়্যাটসঅ্যাপ ও ইন্সট্রাগ্রাম মত জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ।
প্রতি দিন = ১ কোটি ৯৮ লক্ষ ২ হাজার ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ৮ লক্ষ ২৮ হাজার ইউএস ডলার ।
প্রতি মিনিট = ১৩ হাজার ৮০০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ২৩০ ইউএস ডলার ।
৯. টুইটার
টুইটার প্রতি মিনিটে তারা প্রায় ১২৮০ ডলার আয় করে । এর
মধ্যে ১২৪২ ডলারই বিভিন্ন খাতে তাদের ব্যায় করতে হয় ।
প্রতি দিন = ১৮ লক্ষ ৪৩ হাজার ২০০ ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ৭৬ হাজার ৮০০ ইউএস ডলার ।
প্রতি মিনিট = ১ হাজার ২৮০ ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ২১ ইউএস ডলার ।
১০.উবার
রাইড শেয়ারিং সার্ভিস জগতের পথপ্রদর্শক এই প্রতিষ্ঠানটির
অবস্থান দশম ।
প্রতি দিন = ইউএস ডলার ।
প্রতি ঘন্টা = ইউএস ডলার ।
প্রতি মিনিট = ইউএস ডলার ।
প্রতি সেকেন্ড = ইউএস ডলার ।
রেফারেন্স
সমূহ :
https://www.elitedaily.com/news/business/wont-believe-much-money-samsung-apple-make-every-second
0 মন্তব্যসমূহ