আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা খুব সহজেই স্ক্রীনশট বা স্ক্রীন ক্যাচার নিতে পারি । কিন্তু অনেকই কম্পিউটারে স্ক্রিনশট নেয়ার পদ্ধতি জানি না । তাই আমাদের অনেক সময় ঝামেলায় পড়তে হয় । তাহলে চলুন আজকে পিসিতে স্ক্রিনশট নেয়ার নিয়ম জেনে নিন ।
Image by Clker-Free-Vector-Images from Pixabay |
উইন্ডোজ পিসিতে স্ক্রীনশট নেয়া :
আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে, কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই খুব সহজেই এবং দ্রুত আপনি আপনার কম্পিউটার থেকে স্ক্রীনশর্ট নিতে পারবেন। এজন্য আপনার স্টার্ট মেনুতে ক্লিক করে “Snipping Tool”- অথবা সার্চের বক্সে Snipping Tool লিখে সার্চ করে ক্লিক করতে হবে। তাহলে সফটওয়্যারটি চালু হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় অংশটির স্ক্রিনশট নেয়া যাবে।
ম্যাক পিসিতে স্ক্রীনশট নেয়া :
অ্যাপল ম্যাক পিসিতে স্ক্রীনশট নেয়া যায় খুব সহজেই । ম্যাক পিসিতে যেকোনো উইন্ডো বা ট্যাব এর স্ক্রীনশট নিতে কিবোর্ড থেকে Shift+Command+3 এক সাথে চাপতে হবে ।
এছাড়া, আপনার যদি ওপরের পদ্ধতিগুলো ভালো না লাগে তাহলে আপনি লাইট শট (LightShot) নামের ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন । এটি খুব কাজের সফটওয়্যার । এটি উইন্ডোজ ও ম্যাক উভয় আপারেটিং সিস্টেমে সমর্থন করে ।
ডাউনলোড ঠিকানা : https://app.prntscr.com/en/download.html
0 মন্তব্যসমূহ