সদ্য ৮ সেপ্টেম্বর ২০২২ প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ বর্তমানে ব্রিটেনের ক্ষমতাসীন রানী ছিলেন । তিনি শুধু ব্রিটেনেরই রানী ছিলেন না , আরো ১২ টি দেশের প্রতীকী রাষ্ট্রপ্রধান । দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া , সেন্ট লুসিয়া , সলোমন দ্বীপপুঞ্জ , পাপুয়া নিউগিনি , জ্যামাইকা , গ্রানাডা , কানাডা , বেলিজ , বারবাডোজ , বাহামা , এন্টিগুয়া ও বারমুডা এবং নিউজিল্যান্ড । তিনি ৭০ বছর ধরে রাজসিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ।
Unknown / Library and Archives Canada, CC BY 2.0 |
রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন । অতীতে রাজ পরিবারের নিয়ম ছিল উত্তরাধিকারীদের মধ্যে থেকে শুধুমাত্র বড় ছেলে সিংহাসনে বসবেন কিন্তু পরবর্তীতে নতুন নিয়ম অনুযায়ী ছেলে-মেয়ের মধ্যে কোনো বিভেদ রাখা হয়নি । আর এই নিয়মের কারণে অতীতে রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসতে পেরেছিলেন ।
দ্বিতীয় রানী এলিজাবেথ যখন জন্মগ্রহণ করেন তখন কেউ জানতো না যে তিনি কখনও রানী হবেন । কারণ তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জ ছিলেন রাজা পঞ্চম জর্জ এর দ্বিতীয় পুত্র সন্তান এবং রাজা অষ্টম এডওয়ার্ড ছিলেন প্রথম পুত্র সন্তান ।
সে হিসেবে তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জ এর রাজা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এবং রাজা অষ্টম এডওয়ার্ড ছিলেন সিংহাসনের প্রকৃত দাবিদার এবং প্রথা অনুযায়ী রাজাও হয়েছিলেন । কিন্তু তিনিই একমাত্র রাজা যিনি সেচ্ছায় রাজ্যভার ত্যাগ করেছিলেন । তাঁর এই সিংহাসন ত্যাগের কারণ ছিল তিনি তালকপ্রাপ্ত একজন মহিলাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন; আর রাজ নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন রাজা তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করতে পারবে না । তাই রাজা অষ্টম এডওয়ার্ড তাঁর প্রেমের জন্য রাজ্যভার ত্যাগ করেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাঁর ছোট ভাই ষষ্ঠ জর্জ রাজা হয়েছিলেন ।
এরপর বাবা রাজা ষষ্ঠ জর্জ ১৯৩৭ সালে রাজা হওয়ার পর তিনি বাকিংহাম প্রাসাদে চলে আসেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন তার বয়স ১৮ তখন তিনি একজন সামরিক ড্রাইভার হিসেবে উত্তীর্ণ হন । ১৯৪৭ সালে ২১ বছর বয়সে এলিজাবেথ তার জ্ঞাতিভাই গ্রিসের প্রিন্স ফিলিপকে বিবাহ করেন । তাদের প্রথম সন্তান চার্লস ১৯৪৮ সালে জন্ম নেন । এরপর ১৯৫০ সালে অ্যান , ১৯৬০ সালে এন্ড্রু এবং ১৯৬৪ সালে এডোয়ার্ড জন্ম নেন ।
ব্রিটেনের সিংহাসনে আরোহণের পর দীর্ঘ ৭০ বছর কেটে গেল রানী দ্বিতীয় এলিজাবেথের । বিগত এক হাজার বছরের ইতিহাসে ব্রিটিশ সিংহাসনে তিনি হচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্বকারী চতুর্থ শাসক । অপর তিন জন দীর্ঘকালীন ব্রিটিশ রাজা - রানী হচ্ছেন রানী ভিক্টোরিয়া , রাজা তৃতীয় জর্জ এবং রাজা তৃতীয় হেনরি । এর মধ্যে রানী ভিক্টোরিয়া ৬৩ বছর ২১৬ দিন , রাজা তৃতীয় জর্জ ৫৯ বছর ও রাজা তৃতীয় হেনরি ৫৬ বছর রাজত্ব করেন । ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জ ফুসফুস ক্যান্সারে ৫৬ বছর বয়সে মারা যান এবং সেদিন লিলিবেট নামের রাজকন্যাটি কেনিয়ার এক জঙ্গলে আকর্ষণীয় সূর্যোদয় উপভোগ করেছিলেন । তখনি এলো টেলিফোন, তার বাবা রাজা ষষ্ঠ জর্জ আর নেই । লিলিরেটের সরকারি নাম হলো দ্বিতীয় এলিজাবেথ । ঐ দিনই এলিজাবেথকে আনুষ্ঠানিকভাবে রানী ঘোষণা করা হয় ।
Photograph taken by Julian Calder for Governor-General of New Zealand, CC BY 4.0 |
ব্রিটেনের রাজ্য নিয়ম ক্ষমতাসীন রাজা/রান মারা যাওয়ার পর এক মূহুর্তের জন্যও সিংহাসন খালি থাকতে পারে না । তাই ৮ সেপ্টেম্বর ২০২২ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস রাজা তৃতীয় চার্লস হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন ।
রেফারেন্স:
https://bn.wikipedia.org/wiki/দ্বিতীয়_এলিজাবেথ
0 মন্তব্যসমূহ