স্টক ফটোগ্রাফি কী? যেভাবে অনলাইন স্টক ফটোগ্রাফির মাধ্যমে আয় করবেন

ফটোগ্রাফি যদি আপনার প্যাশন হয় এবং আপনি যদি আপনার ক্রিয়েটিভ প্যাশনকে কাজে লাগিয়ে পার্টটাইম অথবা ফুলটাইম অনলাইনে ইনকাম করতে পারবেন । তাহলে ব্লগপোস্টটি আপনার জন্যই ।
how-to-make-money-online-with-stock-photography
Image by Raman Oza from Pixabay

স্টক ফটোগ্রাফি

স্টক ফটোগ্রাফিতে আপনার তোলা ছবিই হচ্ছে আপনার কপিরাইটকৃত পণ্য যা আপনি অনলাইনে বিক্রি করে আয় করতে পারেন ।এই মার্কেট প্লেসটি খুব বৃহৎ । অনলাইন স্টক ফটোগ্রাফির মাধ্যমে প্রত্যেক ইমেজ/ছবি প্রতি সাধারণত $০.২৫ সেন্টস থেকে $০.৪৫ সেন্টস ডলার আয় করা যায় ।কোনো কোনো ইমেজ/ছবি প্রতি $১ ডলার থেকে $২ ডলার পর্যন্ত আয় করা যায় । এভাবে মাসে $১০০০ ডলার পর্যন্ত ইনকাম করা যায় । 

প্রয়োজনীয় যোগ্যতা : 

স্টক ফটোগ্রাফিতে সফল হতে হলে বহুমুখী এবং সৃজনশীল ছবি তোলার দক্ষতা থাকতে হবে ।আপনি যদি একজন অভিজ্ঞ ফটোগ্রাফার হন তাহলে সঙ্গে সঙ্গেই শুরু করতে পারেন । আর আপনি যদি নতুন হন, তবে ফটোগ্রাফি শিখতে সময় লাগতে পারে ।একটি পারফেক্ট ছবির জন্য ফটোগ্রাফির বিভিন্ন শর্তাবলী যেমন- সঠিক ফোকাস, ক্যামেরা লেন্স, লাইটিং কন্ডিশন ও ক্যামেরা সেটিংস বুঝা খুব দরকার । এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কত দ্রুত ফটোগ্রাফির কনসেপ্টগুলো বুঝে নিতে পারেন ।এখান পোর্টট্রেইট (Portarait) ও ল্যান্ডস্কেপ (Landscape) ফটোগ্রাফির চাহিদা বেশি । তাই এগুলো আয়ত্ব করতে পারেন । তাছাড়া স্টুডিও ফটোগ্রাফিও করতে পারেন ।

তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে, ফটোগ্রাফিতে নিজের প্যাশন থাকতে হবে ।কারণ কারো দেখা-দেখি ফটোগ্রাফি শেখা শুরু করে, কয়েকদিনে আগ্রহ হারিয়ে ফেললেন; তাহলে নিজের মূল্যবান সময় ও টাকা দুইটিই বৃথা যাবে ।

আরো কিছু বিষয় মাথায় রাখা জরুরি :

১. ফটো অ্যাডিটিং : কখনও প্রত্যেকটি সট পারফেক্ট হবে না । পারফেক্ট মানের ছবি পেতে হলে কিছু কাট-ছাটের প্রয়োজন হয় ।তাই ফটোগ্রাফিতে সফল হতে হলে বেসিক ফটো অ্যাডিটিং জানা জরুরি । এর জন্য বেসিক ফটোশপ শিখলেই চলবে ।

২. এখানে সাধারণ সেলফোন বা সাধারণ কমপেক্ট ক্যামেরা দিয়ে তোলা ছবি চলবে না । এক্ষেত্রে ডিএসএলআর বা ভালো মানের সেমি-ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হবে । ত‌বে প্রো‌ফেসনাল মোবাইল ফ‌টোগ্রা‌ফি সম্পর্কে ধারণা থাকলে উল্লেখযোগ্য  উন্নতমা‌নের ক্যামেরা মোবাইল  ‌ফোন ব‌্যবহার করে  কর‌তে  পারেন । এ‌দের ম‌ধ্যে উ‌‌ল্লেখ‌যোগ‌্য কিছু সেরা ফোন র‌য়ে‌ছে ‌যেমন- Samsung S22 Ultra, Samsung S21 Ultra, Sony Xperia 1 III, Apple iPhone 13 Pro & Pro Max, Xiaomi Mi 11 Ultra, Realme GT 2 Pro, Oppo Find X5 Pro, Google Pixel 6 Pro.  

how-to-make-money-online-with-stock-photography
Image by StockSnap from Pixabay

how-to-make-money-online-with-stock-photography
Image by Ylanite Koppens from Pixabay

যেভাবে আয় শুরু করবেন

আপনার ফটোগ্রাফস থেকে মনিটাইজ শুরু করতে হলে নিচের দেয়া কিছু জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট দেয়া হলো । এগুলোতে সাইন-আপ করে নিজের প্রোফাইল তৈরি করুন এবং নিজের তোলা সেরা মানের ছবিগুলো আপলোড করুন ।আর যখন কেউ আপনার ছবি কিনবে তখন আপনি আয় করবেন । এখানে অবশ্যই অন্য কারো ছবি এডিট করে আপলোড দেয়া যাবে না ।

১. Shutterstock

২. Fotolia 

৩. iStockphoto

৪. Pond5

৫. Adobe Stock

সর্বোপরি, এই মার্কেট প্লেসটি বড় এবং প্রতিনিয়ত এতে প্রতিযোগীতাও বাড়ছে ।যেহেতু ফটোগ্রাফি হচ্ছে একটি ক্রিয়েটিভ পেশা । তাই সবসময় চেষ্টা করতে হবে যেন ফটোগ্রাফিতে পেশাদারীত্ব ও সৃজনশীলতা ফুটে ওঠে ।কারণ সফল হতে হলে এটিই আসল । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ