Image by Raman Oza from Pixabay |
স্টক ফটোগ্রাফি
স্টক ফটোগ্রাফিতে আপনার তোলা ছবিই হচ্ছে আপনার কপিরাইটকৃত
পণ্য যা আপনি অনলাইনে বিক্রি করে আয় করতে পারেন ।এই মার্কেট প্লেসটি খুব বৃহৎ । অনলাইন
স্টক ফটোগ্রাফির মাধ্যমে প্রত্যেক ইমেজ/ছবি প্রতি সাধারণত $০.২৫ সেন্টস থেকে $০.৪৫ সেন্টস ডলার আয় করা যায় ।কোনো
কোনো ইমেজ/ছবি প্রতি $১ ডলার থেকে $২ ডলার পর্যন্ত আয় করা যায় । এভাবে মাসে $১০০০ ডলার
পর্যন্ত ইনকাম করা যায় ।
প্রয়োজনীয় যোগ্যতা :
স্টক ফটোগ্রাফিতে সফল হতে হলে বহুমুখী এবং সৃজনশীল ছবি তোলার দক্ষতা থাকতে
হবে ।আপনি যদি একজন অভিজ্ঞ ফটোগ্রাফার হন তাহলে সঙ্গে সঙ্গেই শুরু করতে পারেন । আর
আপনি যদি নতুন হন, তবে ফটোগ্রাফি শিখতে সময় লাগতে পারে ।একটি পারফেক্ট ছবির জন্য ফটোগ্রাফির
বিভিন্ন শর্তাবলী যেমন- সঠিক ফোকাস, ক্যামেরা লেন্স, লাইটিং কন্ডিশন ও ক্যামেরা সেটিংস
বুঝা খুব দরকার । এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কত দ্রুত ফটোগ্রাফির কনসেপ্টগুলো বুঝে
নিতে পারেন ।এখান পোর্টট্রেইট (Portarait) ও ল্যান্ডস্কেপ (Landscape) ফটোগ্রাফির চাহিদা
বেশি । তাই এগুলো আয়ত্ব করতে পারেন । তাছাড়া স্টুডিও ফটোগ্রাফিও করতে পারেন ।
তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে, ফটোগ্রাফিতে নিজের প্যাশন
থাকতে হবে ।কারণ কারো দেখা-দেখি ফটোগ্রাফি শেখা শুরু করে, কয়েকদিনে আগ্রহ হারিয়ে ফেললেন;
তাহলে নিজের মূল্যবান সময় ও টাকা দুইটিই বৃথা যাবে ।
আরো
কিছু বিষয় মাথায় রাখা জরুরি :
১.
ফটো অ্যাডিটিং : কখনও প্রত্যেকটি সট পারফেক্ট হবে না । পারফেক্ট মানের ছবি পেতে হলে কিছু কাট-ছাটের
প্রয়োজন হয় ।তাই ফটোগ্রাফিতে সফল হতে হলে বেসিক ফটো অ্যাডিটিং জানা জরুরি । এর জন্য
বেসিক ফটোশপ শিখলেই চলবে ।
২. এখানে সাধারণ সেলফোন বা সাধারণ কমপেক্ট ক্যামেরা দিয়ে তোলা ছবি চলবে না । এক্ষেত্রে ডিএসএলআর বা ভালো মানের সেমি-ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হবে । তবে প্রোফেসনাল মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে ধারণা থাকলে উল্লেখযোগ্য উন্নতমানের ক্যামেরা মোবাইল ফোন ব্যবহার করে করতে পারেন । এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু সেরা ফোন রয়েছে যেমন- Samsung S22 Ultra, Samsung S21 Ultra, Sony Xperia 1 III, Apple iPhone 13 Pro & Pro Max, Xiaomi Mi 11 Ultra, Realme GT 2 Pro, Oppo Find X5 Pro, Google Pixel 6 Pro.
Image by StockSnap from Pixabay |
Image by Ylanite Koppens from Pixabay |
যেভাবে
আয় শুরু করবেন
আপনার ফটোগ্রাফস থেকে মনিটাইজ শুরু করতে হলে নিচের দেয়া
কিছু জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট দেয়া হলো । এগুলোতে সাইন-আপ করে নিজের প্রোফাইল তৈরি
করুন এবং নিজের তোলা সেরা মানের ছবিগুলো আপলোড করুন ।আর যখন কেউ আপনার ছবি কিনবে তখন
আপনি আয় করবেন । এখানে অবশ্যই অন্য কারো ছবি এডিট করে আপলোড দেয়া যাবে না ।
১. Shutterstock
২. Fotolia
৩. iStockphoto
৪. Pond5
৫. Adobe Stock
সর্বোপরি, এই মার্কেট প্লেসটি বড় এবং প্রতিনিয়ত এতে প্রতিযোগীতাও
বাড়ছে ।যেহেতু ফটোগ্রাফি হচ্ছে একটি ক্রিয়েটিভ পেশা । তাই সবসময় চেষ্টা করতে হবে যেন
ফটোগ্রাফিতে পেশাদারীত্ব ও সৃজনশীলতা ফুটে ওঠে ।কারণ সফল হতে হলে এটিই আসল ।
0 মন্তব্যসমূহ