যেভাবে নতুন অ্যাপল আইডি খুলতে হয়

আপনি যদি নতুন অ্যাপল ডিভাইস (আইফোন /আইপ্যাড/ম্যাকবুক/ওয়াচ) ব্যবহারকারী হন তাহলে আপনার জানা দরকার যে, অ্যাপেল আইডি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগল অ্যাকাউন্টের অনুরূপ  অ্যাকাউন্ট। অ্যাপেল এর আইটিউনস ও অ্যাপস্টোর হতে কোনো অ্যাপ বা কনটেন্ট ডাউনলোড করতে এবং আই ক্লাউড, অ্যাপল মিউজিক, আই ম্যাসেজ, অ্যাপল বুকস, ক্যালেন্ডার, অ্যাপল টিভি অ্যাপ সহ অন্যান্য সকল পরিসেবা ব্যবহার করতে অ্যাপল আইডি প্রয়োজন হবে ।

how-to-create-a-new-apple-id-in-bangla
Image by Firmbee from Pixabay

নতুন অ্যাপল আইডি খোলার নিয়ম :

১. সেটিংস অ্যাপ চালু করুন ।

২. স্ক্রিনের ওপরে থাকা অপশন ‘Sign in to your iPhone’ এ ট্যাপ করুন ।

৩. এখন যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই ‘Don’t have an Apple ID’ তে ট্যাপ করুন । তারপর ‘Create Apple ID’ তে টেপ করুন । অথবা ব্রাউজার থেকে https://appleid.apple.com/ ঠিকানা থেকে Create Your Apple ID-এ ক্লিক করে নিজের অ্যাপল আইডি খুলতে পারবেন ।

৪. (Birthday) জন্ম তারিখ দিন।

৫. (Next)পরবর্তী ট্যাপ করুন।

৬. আপনার (First Name)নামের প্রথম অংশ এবং (Last Name)নামের শেষ অংশ লিখুন।

৫. (Next)পরবর্তী ট্যাপ করুন।

৬. আপনার বর্তমানে কোনো ইমেইল ঠিকানা থাকলে (Use your current email address)অপশন ট্যাপ করুন অথবা একটি নতুন iCloud ইমেইল ঠিকানা পেতে নিচের অপশনে ক্লিক করতে পারেন।

৭. আপনার ইমেইল অ্যাড্রেস দিন ।

৮. পাসওয়ার্ড দিন

৯. (Verify) এ আবার পূর্বের দেয় পাসওয়ার্ড দিন ।

১০. একটি নিরাপত্তা প্রশ্ন (Security question) নির্বাচন করুন ।

১১. উত্তর টাইপ করুন ।

১২. এভাবে আরও দুইবার পুনরাবৃত্তি করুন ।

১৩. (Terms and Conditions) পৃষ্টায় (Agree)অপশনে ট্যাপ করুন ।

১৪. এখন (Merge) বা (Don’t Merge) চাপুন ।

অ্যাপল আইডি খোলা হয়ে গেলে আপনি আপনার সমস্ত অ্যাপল ডিভাইসগুলোয় অ্যাপলের পরিসেবা গুলো গ্রহণ করতে পারবেন তথা একই সাথে সিঙ্ক করতে পারবেন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ