ভোল্টি (VoLTE) এর পূর্ণরূপ হচ্ছে ভয়েস(Voice) ওভার(over) এলটিই(LTE)। এখানে এলটিই(LTE) হচ্ছে ৪জি নেটওয়ার্ক প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত । পূর্বেও এলটিই(LTE) সম্পর্কে আলোচনা করা হয়েছে জানতে পড়ুন এখানে । কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি ভয়েস ওভার এলটিই বা ভোল্টি হচ্ছে আইপিভিত্তিক ভয়েজ কল প্রযুক্তি ।
৪জি নেটওয়ার্কের মূল লক্ষ্য ছিল ডাটা স্পিড ৩জি’র তুলনায় বৃদ্ধি করা । কিন্তু ডেটা-অনলি নেটওয়ার্কিং প্রযুক্তি এ সমস্যা হলো সাধারণ কল করার জন্য তো আর কেউ মোবাইল ডাটা ব্যবহার করবে না । তাই এ সমস্যা সমাধানের জন্য ভোল্টি (VoLTE) প্রযুক্তি উন্নয়ন করা হয় এক্ষেত্রে ভোল্টি ৪জি‘র সাপোর্টিভ ফাংশনালিটি হিসেবে কাজ করে । ফলে ভোল্টির মাধ্যমে স্ট্যাবল ৪জি কল সম্ভব হয়েছে ।
ভোল্টি প্রযুক্তির সুবিধা সমূহ-
সুপিরিয়ার কল কোয়ালিটি
এ প্রযুক্তির মূল লক্ষ্য হচ্ছে এইচডি (হাই ডেফিনেশন) ক্রিস্টাল মানের ভয়েস সেবা নিশ্চিত করা । এলটিই ডাটা নেটওয়ার্কে ভয়েজকে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করে ভোল্টি । মূলত ফোরজি এলটিই দিয়ে ভয়েস কল করতে ভোল্টি প্রযুক্তি দরকার হয় ।
দ্রুত কানেক্টিভিটি
২জি বা ৩জি মোবাইল নেটওয়ার্কে কল করলে তা সংযোগ পেতে ৯-১১ সেকেন্ড সময় নেয় । অত্যাধুনিক এ প্রযুক্তি ব্যবহারকারী গ্রাহকরা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কল সংযোগ করতে পারবেন । মোবাইল ভয়েজে আসা-যাওয়ার মাঝখানে যে ডিলে থাকে সেটি ভোল্টিতে থাকে না । অর্থাৎ সরাসরি মুখোমুখি কথা বলার মত অভিজ্ঞতা পাওয়া যায় ।
ভিডিও কলিং
এ প্রযুক্তিতে এইচডি মানের ক্লিয়ারিটি উপভোগ করা যায় অডিও-ভিডিও কল দুটিতেই । দেখা গেছে ভোল্টি এর আওতায় স্কাইপ সহ অন্যান্য বিদ্যমান ভিডিও কল পরিষেবাগুলিতেও উচ্চতর মানের ভয়েজ কোয়ালিটি পাওয়া যায় ।
এর সীমাবদ্ধতা সমূহ
ভয়েস ওভার এলটিই’র সুবিধা পেতে হলে ভোল্টি সমর্থনযোগ্য নেটওয়ার্ক ও ডিভাইস এর প্রয়োজন হয় । অর্থাৎ একমাত্র ৪জি নেটওয়ার্ক ও হ্যান্ডসেটে কাজ করে । তাছাড়া উভয় ডিভাইস সমান রিকোয়ারমেন্ট প্রয়োজনে হবে; তা না হলে এর সুবিধা পাওয়া যাবে না । সব থেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে প্রযুক্তিটি সব জায়গায় বা সব নেটওয়ার্ক এ উপলভ্য নাও হতে পারে ।
VoLTE সমর্থন যোগ্যতা যাচাই করুন
যদিও VoLTE সুবিধার সমর্থন যোগ্যতা ডিভাইসের কাভারে এবং Mobile Network Settings অংশেও উল্লেখ করা থাকে ।যদি না থাকে তাহলে আপনার স্মার্টফোনটি VoLTE সমর্থন করে কিনা যাচাই করতে
ফোন ডায়লার থেকে *#*#4636#*#* ডায়াল করুন । তারপর প্রদর্শিত টেস্টিং পেজ থেকে Device/Phone Information এ ট্যাপ করুন । এখন দেখুন VoLTE Provisioned অপশনটি আছে কিনা । থাকলে আপনার ডিভাইসটি VoLTE সমর্থন করে । তাছাড়া উক্ত অপশনে ট্যাপ করে সুবিধাটি অ্যানেবল/ডিজেবল করা যাবে ।
0 মন্তব্যসমূহ