বাবা দিবসের ইতিহাস, গুরুত্ব ও ইতিকথা

 বাবা দিবস প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের ৫২টি দেশে পালিত হয় ।বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে । যদিও বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও মা দিবসের অনুকরণে পালিত হয় বাবা দিবস ।

what-is-the-history-and-importance-of-fathers-day-in-bangla
Image by Angelica Vaihel from Pixabay

বাবা দিবসের ইতিহাস

১৯১০ সালের ১৯ জুন আমেরিকার ওয়াশিংটনে প্রথম বাবা দিবস পালিত হয়েছিল ।তবে এর পিছনে কয়েকটি ইভেন্ট রয়েছে যা বাবা দিবসের ধারণাটিকে অনুপ্রাণিত করেছি । আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এ দিবসটি পালন করা হয়ে থাকে । পৃথিবীর সব পিতাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই বাবা দিবস পালন শুরু । 

১৯০৮ সালের ৫ জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায় প্রথম মা দিবস পালিত হয় । ১৯০৯ সালের মা দিবসের এই দিনে তখন ওয়াশিংটনে অবস্থিত সেন্ট্রাল মেথোডিস্ট গির্জায় এক পুরোহিতের মা সম্পর্কে খুব ভালো ভালো বলছিলেন । বক্তব্য শুনছিলেন ‘সনোরা স্মার্ট ডড’ নামের এক ভদ্রমহিলা । তখন ডড এর মাথায় বাবাকে নিয়ে এরকম দিবস পালনের আইডিয়া আসে । ডড আবার তার পিতাকে খুব ভালোবাসতেন । তাঁর পিতা মায়ের মৃত্যুর পর একাই ছয় সন্তানকে বড় করেছেন । তার মনে হয়, তাহলে পিতাদের নিয়েও তো কিছু করা দরকার ।  তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থাৎ ১৯ জুন ১৯১০ সাল থেকে বাবা দিবস পালন শুরু করেন ।

প্রথম দিকে বাবা দিবস বেশ টানাপোড়নের মধ্য দিয়েই পালিত হতো । আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, বাবা দিবসে মোটেও তেমনটা দেখাতো না বরং বাবা দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল ।ধীরে ধীরে অবস্থা পাল্টায় । ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাব দিবসের ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উখ্খাপন করা হয় ।১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন । অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি.জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন । বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয় ।

আসন্ন বাবা দিবস কবে

সাল

বার

তারিখ

২০২২

রবিবার

১৯ জুন, ২০২২

২০২৩

রবিবার

১৮ জুন, ২০২৩

২০২৪

রবিবার

১৬ জুন, ২০২৪

 

বাবা দিবসের গুরুত্ব

what-is-the-history-and-importance-of-fathers-day-in-bangla
Image by Elf-Moondance from Pixabay  

আপাত দৃষ্টিতে অনেকের কাছেই মা বা বাবা দিবস পালনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না । তাই বলে এ ধরনের দিবসগুলো একেবারেই যে অপ্রয়োজনীয়, তেমনটা কিন্তু মোটেও বলা যাবে না । সন্তানের জন্য পিতার ভালোবাসা অসীম । মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি পিতার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন । তিনি সন্তান হুমায়ুনের জীবনের বিনিময়ে নিজের জীবন ত্যাগ করতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি । এমন স্বার্থহীন যার ভালোবাসা, সেই পিতাকে সন্তানদের সামনে সুযোগ আসে পিতাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর । তাছাড়া বাবা দিবস পালনের ফলে সমাজে এবং পরিবারে পিতাদের যে অবদান তা যে সমাজ এবং নিজের সন্তানরা মূল্যায়ন করছে, এ বিষয়টিও পিতাদের বেশ আনন্দ দেয় । তাছাড়া অনেক সন্তানই আছে, যারা পিতা-মাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয় । মা দিবস বা বাবা দিবস তাদের চোখের সামনের পর্দাটি খুলে ফেলে পিতা-মাতার প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করে দেয় । এ ক্ষেত্রে তাই বলা যায়, পারিবারিক বন্ধন দৃঢ় করতে মা দিবস বা বাবা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে । মোটকথা আমাদের পরিবার তথা সমাজে বাবার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলো ধরাই বাব দিবস পালনের মূল উদ্দেশ্য ।

বিভিন্ন ভাষায় বাবা

ভাষা

বাবা ডাক

জার্মান

ফ্যাট্যা

ড্যানিশ

ফার

আফ্রিকান

ভাদের

চীন

বা

কানাডিয়ান

পাপা

ক্রোয়েশিয়ান

ওটেক

ব্রাজিলিয়ান (পর্জুগিজ)

পাই

ডাচ

পাপা, ভাডের, পাপাই

ইংরেজি

ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা

ফিলিপিনো

তাতেই, ইতেই, তেয়, আমা

হিব্রু

আব্বাহ্

হিন্দি

পিতাজী

ইন্দোনেশিয়ান

বাপা, আইয়্যাহ

জাপানি

ওতোসান, পাপা

পূর্ব আফ্রিকান

বাবা

হাঙ্গেরিয়ান

পাপা, আপা, আপু

 

রেফারেন্স সমূহ :

https://www.history.com/topics/holidays/fathers-day

https://en.wikipedia.org/wiki/Father%27s_Day

https://en.wikipedia.org/wiki/Father%27s_Day_(United_States)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ