সকল ক্রিকেট ফ্যান কেমন আছেন? ক্রিকেট খেলার অদ্ভুত রেকর্ড সমূহ : পর্ব-২ নিয়ে আমি বিপ্লব আবারও এসেছি । চলুন শুরু করা যাক ।
১) ১ বলে ১৪ রান!
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১বলে সর্বোচ্চ রান করার রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ।সে ম্যাচে ব্যাট হাতে দুই ছয়ে ১২রান নেন বাঁহাতি ব্যাটসম্যান রিলে রুসো । সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজ বোলার আন্দ্রে রাসেলের একটি বলে ১৪ রান আসে । নিজেদের ইনইংসের ৩০তম ওভারের চতুর্থ বলটি ছিল ‘নো’ । সেই বলে ছক্কা হাঁকান রুসো । পরের ফ্রি হিট বলটি করতি গিয়ে ওয়াইড দিয়ে বসেন রাসেল । অবশেষে বৈধ বলটিতে আবার ছক্কা । অর্থাৎ একটি বৈধ বলে মোট আসে ১৪রান । রাসেল সেই ওভারটিতে মোট ২৮রান দেন ।
Image Source ©AP |
২) ডাক ছাড়া টানা ১৭৩ ইনিংস!
হ্যাঁ, ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় দ্য ওয়াল বা দেয়াল নামে পরিচিত । তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ডাক(শূন্য রান হওয়া)ছাড়াই টানা ১৭৩ ইনিংস খেলার এই অন্যন্য রেকর্ডটি করেছেন । সত্যিই অসাধারণ বলা যায় ।
Image by Wikimedia |
৩) সবচেয়ে স্বল্পদৈর্ঘ্যের টেস্ট ম্যাচ!
এটি ক্রিকেটের খুব ইন্টারেস্টিং একটি রেকর্ড । ১৯৩২ সালে মেলবোর্নে খেলা টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া ৭২ রানে এবং ইনিংস ব্যবধানে জয়ী হয় । এই ম্যাচে সর্বমোট ৬৫৬টি বল করা হয়েছিল ।
৪) ইনিংসের প্রথম তিন বলে তিন উইকেট
আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান বোলার চামিন্ডা ভাস এই রেকর্ডটি করেন তাও আবার বিশ্বকাপে । হ্যাঁ ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনিংস শুরুর প্রথম তিন বলে টানা তিনটি উইকেট নেন, অর্থাৎ হ্যাট্রিক করেন । আন্তর্জাতিক ক্রিকেটে এমনটি আর কখনও ঘটেনি ।
Image by © Getty Images |
৫) সবচেয়ে দ্রুততম ১০০০রান ও ১০০উইকেট!
দক্ষিন আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক নিজের ৬৮তম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ৩/৩৩ উইকেট তুলে নিয়ে শত উইকেট এবং ব্যাট হাতে ১৬ রান করে ক্যারিয়ারে ১০০০ রান পূর্ণ করেন । এখন পর্যন্ত ৬৪জন খেলোয়াড় ১০০০রান ও ১০০উইকেট! এর তালিকায় নাম লিখিয়েছেন তবে শন পোলক ছিলেন সবচেয়ে দ্রুততম । তাছাড়া তিনি ২০৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৯৩উইকেট শিকার করেছেন যা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ।অন্যদিকে ব্যাটিংয়ে করেছেন ৩,৫১৯রান যার মধ্যে ১৪টি হাফসেঞ্চুরী এবং একটি সেঞ্চুরী রয়েছে ।
Image by © Getty Images |
৬) ইনিংসের সবচেয়ে খারাপ শুরু ১/৪
পাকিস্তানের স্কোরবোর্ড (১/৪) একরানে চারটি উইকেট! এটি শুধু পাকিস্তানের নয় যেকোনো সময়ের অডিআই ইনিংসের সবচেয়ে খারপ শুরু । ২০১৫সালের ২১শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বেধে দেওয়া ৩১১রানের লক্ষ্যে অপেনার নাসির জামশেদ, ইউনুস খান ও হারিস সোহেল সবাই জেরোম টেইলরের বলে শূন্য রানে আউট হন এবং আহমদ শেহজাদ হোল্ডারের বলে আউট হওয়ার আগে ১ রান করেন । পূর্বের সবচেয়ে খারপ শুরু ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৪/৪, ২০০৬সালে ।
৭) অডিআই ম্যাচের সর্বোচ্চ দলীয় সংগ্রহ
২০১৬ সালের ৩০ আগষ্ট, ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ- ইংল্যান্ড দলীয় ৪৪৪ রানের সাহায্যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ সর্বমোট রান সংগ্রহ করে । ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ১৭১রান ও জোস বাটলার মাত্র ২২ বলে দ্রুততম ওয়ানডে ৫০ রান করেছিলেন । পাকিস্তানের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসের সময় লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিল, তবে তারা ২৭৫ রানে গুটিয়ে যায়।
৮) কখনও শূন্য রানে আউট হননি!
দক্ষিণ আফ্রিকান-অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেপলার ক্রিস্টফেল ওয়েসেলস তাঁর পুরো ১০৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে শূন্য রানে কখনও আউট হননি!
Image by © PA Photos |
৯) পাওয়ারপ্লেতে সর্বোচ্চ স্কোর
একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক পাওয়ারপ্লেতে সর্বোচ্চ স্কোর ৯৩, এবং কেভিন ও'ব্রায়ান এবং পল স্টার্লিং (উভয় আয়ারল্যান্ড), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রেনাডায় ১৫ ই জানুয়ারী, আয়ারল্যান্ডের হয়ে খেলেন।
১০) এক ম্যাচে সর্বাধিক ক্যাচ
একটি টেস্ট ম্যাচে একজন ফিল্ডারের দ্বারা সর্বাধিক ক্যাচের সংখ্যা হলো ৮ টি । ১২ আগস্ট ২০১৫ সালে গ্যালে আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অজিঙ্ক্যা রাহানে (ভারত)এই রেকর্ড টি করেছিলেন।তিনি প্রথম ইনিংসে রাহানে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৫টি ক্যাচ লুফেছিলেন ।
আরও পড়ুন : ক্রিকেট খেলার অদ্ভুত রেকর্ড সমূহ – পর্ব-১
0 মন্তব্যসমূহ