গুগল লেন্স কি? এর সেরা কিছু ফিচার ও ব্যবহার

google-lens-logo
গুগল লেন্স

গুগল লেন্স হচ্ছে গুগলের দ্বারা ডেভলাপকৃত ভিজ্যুয়াল অ্যানালাসিস পাওয়ারফুল এআই অ্যাপ্লিকেশন । এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, যেকোনো চিত্র বা অবজেক্ট বিশ্লেষণ করে মুহূর্তেই এর প্রাসঙ্গিক তথ্যাদি ব্যবহারকারীর নিকট তুলে ধরতে পারে । ঠিক যেমনটি আমরা হলিউডের আইরন ম্যান বা প্রেডাটর মত সায়েন্স ফিকশন মুভিতে দেখেছি । 

গুগল লেন্স এর ব্যবহার

এটি ফোনের ক্যামেরা, গুগল ফোটোস ও গুগল অ্যাসিস্টেন্ট অ্যাপ এর সাথে সম্মিলিতভাবে কাজ করে । প্রাথমিক অবস্থায় গুগল লেন্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড পিক্সেল স্মার্টফোনে ব্যবহার করা গেলেও বর্তমানে অন্যান্য অ্যান্ড্রয়েড ও আইওএস (আইফোন/আইপ্যাড)ডিভাইস-এ ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে । তবে গুগল লেন্স ফোনে ব্যবহার করতে হলে নূন্যতম অ্যান্ড্রয়েড ভার্সন মার্শম্যালো ৬.০ বা এর পরের ভার্সন প্রয়োজন হবে । চলুন গুগল লেন্স অ্যাপ এর কিছু উল্লেখযোগ্য ফিচারগুলো জেনে নেয়া যাক ।  

১. স্মার্ট টেক্সট সিলেকশন: এটি যেকোনো জায়গায় লেখা টেক্সট ফোনের ক্যামেরার মাধ্যমে টাইপ না করেই টেক্সট সহজেই হাইলাইট করে সিলেক্ট, কপি ও পেস্ট করতে পারবেন ।

২. স্মার্ট টেক্সট অনুসন্ধান : উদাহরণস্বরূপ, যেকোনো জায়গায় লেখা হাইলাইটেড টেক্সট না লিখেই এর সংজ্ঞা, অনুবাদ বা সম্পর্কিত তথ্য সরাসরি ওয়েব অনুসন্ধান করতে পারবেন ।

৩. অনুবাদ করুন : যেকোনো ভাষার টেক্সট স্ক্যান করে সহজেই যেকোনো ভাষায় অনুবাদ করতে পারবেন।

৪. স্মার্টলি প্রোডাক্ট অনুসন্ধান ও কেনাকাটা : কোনো পোশাক, বাড়ি সাজসজ্জার জিনিস কিংবা যে কোনো প্রোডাক্ট হোক না কেন গুগল লেন্স এগুলো ক্যামেরার মাধ্যমে সহজেই সনাক্ত করে এর প্রাইস, রিভিউ ও সম্পর্কিত আর্টিকেল অনুসন্ধান করতে সক্ষম ।

৫. আপনার চারপাশে অনুসন্ধান করুন: আপনি যদি আপনার ক্যামেরাটি আশেপাশে পয়েন্ট  করেন তাহলে দেখবেন গুগল লেন্স আশেপাশের বিভিন্ন অবজেক্ট যেমন- আপনার আশেপাশে কোন গাছ-পালা, ফুল-ফল ও পশু-পাখি রয়েছে তা সনাক্ত করবে ।তাছাড়া ঘুরতে বেড়িয়ে যদি বিশেষ কোন স্থান বা ল্যান্ডমার্ক সম্পর্কে চান তাহলে তাও পর্যালোচনা করতে সক্ষম ।

try-google-lens-features
গুগল লেন্স ওয়েব সাইট- https://lens.google.com/

ডাউনলোড অ্যান্ড্রয়েড– প্লেস্টোর

ডাউনলোড আইওএস- অ্যাপস্টোর


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ