Image Source Google From Pantagraph.com |
একই ধরনের দুটি ঘটনার অনেক কিছুই কাকতালীয়ভাবে মিলে যেতে পারে । তেমনি দু’জন বিখ্যাত ব্যক্তির জন্ম, মৃত্যু আর কর্মময় জীবনের অনেক ছোটখাটো ঘটনাও মিলে যেতে পারে । কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত দুই প্রেসিডেন্টের জীবনে এমন কিছু মিল খুজেঁ পাওয়া যায়, যা সত্যি সত্যিই অবাক করার মতো । শুধু অবাক করার মতো নয়, কোনো কোনো ঘটনা রীতিমতো বিস্ময়করও ।
মাহাকাব্যিক জীবনের মানুষ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং জন এফ কেনেডির মধ্যে এমন বিস্ময়কর দশটি মিল উল্লেখ করা হলো-
ঘটনা-১ : আব্রাহাম লিংকন কংগ্রেস থেকে নির্বাচিত হন ১৮৪৬ সালে এবং জন এফ কেনডি কংগ্রেস থেকে নির্বাচিত হন ১৯৪৬ সালে ।
ঘটনা-২ : আব্রাহাম লিংকন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬০ সালে এবং জন এফ কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬০ সালে ।
ঘটনা-৩ : দু’জনেই আততায়ীর হাতে নিহত হন । দু’জনের মৃত্যুদিন শুক্রবার এবং দু’জনেই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ।
ঘটনা-৪ : লিংকন গুপ্ত ঘাতকের নাম ৩ শব্দ এবং ১৫ অক্ষরের- John Wilkes Booth । এফ কেনেডির গুপ্ত ঘাতকের নাম ৩ শব্দ এবং ১৫ অক্ষরের- Lee Hearvey Oswald ।
ঘটনা-৫ : দু’জনই গুপ্ত ঘাতক সম্পর্কে জানতেন । কারণ আগেও তারা ঘাতকের ব্যর্থ আক্রমণের শিকার হয়েছিলেন ।
ঘটনা-৬ : আব্রাহাম লিংকন গুলিবদ্ধ হন ফোর্ড থিয়েটারে আর জন এফ কেনেডি গুলিবিদ্ধ হন ফোর্ড মোটর কোম্পানির তৈরি গাড়িতে ।
ঘটনা-৭ : মারা যাওয়ার সময় দু’জনের সঙ্গেই ছিলেন স্ত্রী ।
ঘটনা-৮ : দু’জনেরই ভাইস প্রেসিডেন্টের নামের সঙ্গে ‘জনসন’ শব্দটি ছিল । প্রথমজন এন্ডো জনসন এবং দ্বিতীয়জন লিন্ডোন বি জনসন ।
ঘটনা-৯ : আব্রাহাম লিংকনের ভাইস প্রেসিডেন্ট এন্ডো জনসন জন্মগ্রহণ করেন ১৮০৮ সালের ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এবং জন এফ কেনেডির ভাইস প্রেসিডেন্ট লিন্ডোন বি জনসন জন্মগ্রহণ করেন ১৯০৮ সালের ২৯ আগস্ট, বৃহস্পতিবার ।
ঘটনা-১০ : উভয়েই যখন হোয়াইট হাউসে কর্মরত ছিলেন, তখন তাদের ছেলে মারা যায় ।
0 মন্তব্যসমূহ