ইন্টারনেটে ৪০৩ ও ৪০৪ এরর কি? এগুলো বলার কারণ

 

what-are-403-and-404-errors-how-to-fix-in-bangla

অনেক সময় ইন্টারনেটে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ ব্রাউজ করলে ‘404 ERROR’ বা ‘403 ERROR’ বার্তা প্রদর্শন করে । আপনারও চোখে পড়েছে নিশ্চই! কিন্তু  ৪০৪ এবং ৪০৩ এরর প্রদর্শন করার কারণ কি? চলুন জেনে নেয়া যাক । আসলে ৪০৪ এবং ৪০৩ এরর হচ্ছে ইন্টারনেট এরর কোড । এই কোডগুলো প্রদর্শনের পিছনে কিছু কারণ রয়েছে ।

৪০৩ এরর কিঃ সাধারণত এই ইন্টারনেট এরর হলে উক্ত সাইটে ‘403 Forbidden’ নামের বার্তা প্রদর্শন করে । এখন এই কোডটি আসার কারণ হচ্ছে কোনো ওয়েব সাইটের মালিক অথবা এডমিন কর্তৃক উক্ত ওয়েবসাইটি শুধুমাত্র নির্দিষ্ট কোনো তারিখের জন্য এক্সসেস (প্রবেশ) করার অনুমোদন দেয়া হয়েছে । ধরুন, কোনো একটি সাইটিতে এই মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে তথ্য এন্টির কথা বলা হয়েছে অথবা উক্ত তারিখের মধ্যে অনলাইন সেল চলবে; এখন আপনি যদি উক্ত তারিখের পূর্বে/পরবর্তীতে সেই সাইটে ভিজিট করেন তাহলে এই এরর কোড ‘403 Forbidden’ প্রদর্শন করবে ।

৪০৪ এরর কিঃ এতে সাধারণত ‘ERROR 4040 – Page Not Found’ বার্তাটি প্রদর্শন করে ।  ৪০৪ এরর বলতে বোঝায় যে, সার্ভারটি চলমান (Valid), কিন্তু ওয়েবপেজটি কিংবা ওয়েবপেজে যাওয়ার পথটি (Path) বৈধ(Valid) নয় । এই বার্তাটি প্রদর্শনের বেশ কয়েকটি কারণ হতে পারে যেমন: যদি উক্ত ওয়েব সাইটি বা পেইজ বা ফাইল যদি ডিলেট হয়ে যায় । আবার যদি ইউজার কোন ভুল (ইউআরএল)লিংকে ক্লিক করে রাখলে এই মেসেজটি দেখাতে পারে ।’ অনেক সময় ওয়েবসাইট সার্ভারের অধিক ট্রাফিকের কারণেও এমন হতে পারে ।

৪০৪ বলার কারণঃ WWW এর প্রথম ডাটাবেজ বসানো হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতালার ৪০৪ নাম্বার রুমে । সেখানে ফাইল আদান প্রদান কারার সময় ভুল থাকলে ‘৪০৪ : পাওয়া যায়নি’ মেসেজ লেখা হত । সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভারে পেজ পাওয়া না গেলে ৪০৪ এরর দেখানো হয় ।

আশাকরি  ৪০৪ এবং ৪০৩ এরর  সম্পর্কে বুঝতে পেরেছেন । কোনো সমস্যা, সাজেশন বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন । ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ