কিন্তু কিভাবে বুঝবেন আপনি কি অতিরিক্ত মেকআপ করছেন কিনা?আসুন জেনে নেয়া যাক অতিরিক্ত মেকআপের কিছু লক্ষণ ।
১.
আপনি মেকআপ করলে কি আপনার কাছের মানুষরা কখনো বলেছে যে আপনাকে চেনাই যাচ্ছে না? যদি
তা বলে থাকে তাহলে আপনার মেকআপ নিয়ে আপনার ভাবা উচিত । কারণ আপনার মেকআপ অতিরিক্ত হওয়ার
কারণে আপনার নিজস্ব চেহার ও গায়ের রঙ পরোপুরি বদলে গিয়েছে । এমন ভাবে মেকআপ করুন যেন
নিজের চেহারাটাকে ঠিক রেখে আরো একটু ফুটিয়ে তোলা যায় ।
২.
মেকআপ যদি ত্বকের উপর ভাসা ভাসা হয়ে উঠে থাকে তাহলে বুঝবেন আপনি অতিরিক্ত মেকআপ করেছেন
। এক্ষেত্রে ফেস পাউডার ও ফাউন্ডেশন দেয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে ।
৩.
মেকআপ করার পর যদি আপনার ফটো অনেক মোটা দেখায় তাহলে বুঝতে হবে আপনি অতিরিক্ত ফাউন্ডেশন
ও ফেস পাউডার ব্যবহার করেছেন কিন্তু ঠিক মত ব্লাশন ব্যবহার করেন নি ।
৪.
মেকআপ পুরোপুরি তুলতে যদি আপনার ১৫ মিনিটের বেশি সময় লাগে তাহলে বুঝে নিন যে আপনি অতিরিক্ত
মেকআপ করছেন ।
৬.
আপনার গলা ও মুখ যদি এক রঙ না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার মুখের ত্বকে আপনি অতিরিক্ত
মেকআপ করেন ।
৭.
আপনার মেকআপ যদি সবসময়েই আপনার জামার গলায় লেগে যায় তাহলে বুঝে নিন আপনি অতিরিক্ত মেকআপ
করেন এবং আপনার মেকআপ ত্বকে ঠিক মত বসে না ।
0 মন্তব্যসমূহ