আপনার সাজসজ্জা দৃষ্টিকটু হয়ে যাচ্ছে না তো? জেনে নিন লক্ষণগুলো

avoid-these-makeup-mistakes-in-bangla


অনেকেই আছেন যারা বেড়াতে গেলে কিংবা কোন পার্টিতে গেলে মুখ ভরা মেকআপ করে যান । আবার কেউ কেউ মেকআপ করা বলতেই মনে করেন যে অতিরিক্ত ফেসপাউডার কিংবা ফাউন্ডেশন মেখে ফর্সা দেখানো । মেকআপ মূলত নিজের সৌন্দর্যকে আরো একটু ফুটিযে তোলার জন্য করা হয়ে থাকে । নিজের রঙ এবং চেহারার সাথে সামঞ্জস্য রেখে মেকআপ করা উচিত । মেকআপ এমন হওয়া উচিত না যেটাতে নিজের চেহারা ও গাযের রঙ পরোপুরি বদলে যায় । মেকআপ করার সময় নিজের ব্যক্তিত্ব ও বয়সের কথাও ভাবা উচিত । অতিরিক্ত মেকআপ করলে সবাইকে বেমানান দেখায় । আপনার সামনে কেউ কিছু না বললেও আড়ালে আপনার কাছের মানুষরাই হয়তো আপনার কড়া মেকআপ নিযে আলোচনা সমালোচনা করে থাকে ।

কিন্তু কিভাবে বুঝবেন আপনি কি অতিরিক্ত মেকআপ করছেন কিনা?আসুন জেনে নেয়া যাক অতিরিক্ত মেকআপের কিছু লক্ষণ ।

১. আপনি মেকআপ করলে কি আপনার কাছের মানুষরা কখনো বলেছে যে আপনাকে চেনাই যাচ্ছে না? যদি তা বলে থাকে তাহলে আপনার মেকআপ নিয়ে আপনার ভাবা উচিত । কারণ আপনার মেকআপ অতিরিক্ত হওয়ার কারণে আপনার নিজস্ব চেহার ও গায়ের রঙ পরোপুরি বদলে গিয়েছে । এমন ভাবে মেকআপ করুন যেন নিজের চেহারাটাকে ঠিক রেখে আরো একটু ফুটিয়ে তোলা যায় ।

২. মেকআপ যদি ত্বকের উপর ভাসা ভাসা হয়ে উঠে থাকে তাহলে বুঝবেন আপনি অতিরিক্ত মেকআপ করেছেন । এক্ষেত্রে ফেস পাউডার ও ফাউন্ডেশন দেয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে ।

৩. মেকআপ করার পর যদি আপনার ফটো অনেক মোটা দেখায় তাহলে বুঝতে হবে আপনি অতিরিক্ত ফাউন্ডেশন ও ফেস পাউডার ব্যবহার করেছেন কিন্তু ঠিক মত ব্লাশন ব্যবহার করেন নি ।

৪. মেকআপ পুরোপুরি তুলতে যদি আপনার ১৫ মিনিটের বেশি সময় লাগে তাহলে বুঝে নিন যে আপনি অতিরিক্ত মেকআপ করছেন ।

৬. আপনার গলা ও মুখ যদি এক রঙ না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার মুখের ত্বকে আপনি অতিরিক্ত মেকআপ করেন ।

৭. আপনার মেকআপ যদি সবসময়েই আপনার জামার গলায় লেগে যায় তাহলে বুঝে নিন আপনি অতিরিক্ত মেকআপ করেন এবং আপনার মেকআপ ত্বকে ঠিক মত বসে না ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ